এগিয়ে থেকে বিরতিতে মেসির আর্জেন্টিনা
চলতি বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবেই। একমাত্র গোলটি করে প্রথমার্ধ শেষ করেছে এগিয়ে থেকে। গোলটি করেছেন নিকোলাস গনজালেস।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দলের প্রধান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ নেই আজকের ম্যাচে। এদিকে চার ম্যাচে নিষিদ্ধ হওয়ার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো চেলসোরাও নেই এই ম্যাচে। ফলে শুরুর একাদশে আসে বেশ কিছু পরিবর্তন। গোলমুখে এদিন ছিলেন ফ্রাঙ্কো আরমানি। রক্ষণে নিকলাস অটামেন্ডির সঙ্গে জুটি বেধেছেন হেরমান পেজ্জেলা, ফুলব্যাক হিসেবে ছিলেন নাহুয়েল মলিনা ও নিকলাস টালিয়াফিকো। মাঝমাঠে লো চেলসোর জায়গায় এদিন এসেছেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, সাথে লিয়ান্দ্রো পারেদেস ও রড্রিগো ডি পল তো ছিলেনই।
বিজ্ঞাপন
লাওতারো না থাকায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দলের আক্রমণভাগে। লিওনেল মেসির সঙ্গে এদিন আক্রমণভাগে নামেন হোয়াকিন কোররেয়া ও নিকলাস গনজালেস। তবে মেসিকে শুরুর একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে দেখালেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি খানিকটা নিচে নেমে এসে গড়ে দিয়েছিলেন অনেক আক্রমণ। ফলে কাগজে কলমে ৪-৩-৩ ছকে দেখালেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে তা রূপ নিয়েছিল ৪-৩-১-২, বা ৪-৪-২ ছকে।
আর্জেন্টিনা শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। শুরু থেকেই আলো ছড়িয়েছেন মেসি। তারই ফল পেয়ে আর্জেন্টিনা এগিয়ে গেছে ম্যাচের ৩৫ মিনিটে। মেসির গড়ে দেওয়া এক আক্রমণে বক্সের বাইরে বল পেয়েছিলেন নিকলাস গনজালেস, তবে বল শেষমেশ আয়ত্বে নিতে পারেননি, বল কেড়ে নেয় ভেনেজুয়েলা। মাঝ মাঠ থেকে ম্যাক অ্যালিস্টারের কল্যাণে বলটা একটু পরেই দখলে নেয় আর্জেন্টিনা, এরপর বলটা যায় উইংয়ে থাকা রড্রিগো ডি পলের কাছে। তার ক্রসে পা ছুঁইয়েই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকলাস গনজালেস। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
এনইউ