রেফারিদের সঙ্গে বসেছেন সালাম মুর্শেদি
স্বাধীনতা দিবস জাতীয় ছুটির দিন। এই দিনে বাফুফে গত কয়েক বছর ধরে আয়োজন করছে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ। আজকের প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
এই প্রীতি ম্যাচে এসেও কিছু সময়ের জন্য রেফারিজ ইস্যুতে কাজ করেছেন। প্রায় আধ ঘন্টা প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের রেফারিদের সঙ্গে আলোচনা করেছেন। সঙ্গে ছিলেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান, হেড অফ রেফারিজ ও সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
রেফারিদের সঙ্গে আলোচনা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমি সময় পেলেই রেফারিদের সঙ্গে আলোচনা করি। আজ সেই রকমই একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেখানে আমরা তাদের কথা শুনেছি, আমাদের পক্ষ থেকেও কিছু বলা হয়েছে।’
রেফারিদের বাফুফের কাছে কয়েকটি দাবী দাওয়া ছিল। বিশেষ করে বকেয়া সম্মানী প্রদান ও সম্মানী বৃদ্ধি। এই বিষয় সম্পর্কে সালাম মুর্শেদী বলেন, ‘তারা কয়েকটি দাবি পেশ করেছে। আমরা অবশ্যই তাদের যৌক্তিক ও বাস্তবসম্মত দাবিগুলো বিবেচনা করব।’ আবার রেফারিদের কাছেও বাফুফের চাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘রেফারিদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত প্রত্যাশা করি। সামনে সেটি আরো বেশি আকারে দেখতে চাই।’
রেফারিদের বকেয়া বিলের ব্যাপারে হেড অফ রেফারিজ আজাদ রহমানকে বাফুফের হিসাব শাখার সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। প্রকৃত হিসাব রেফারিজ কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে রেফারিরা বকেয়া অর্থ পাওয়া শুরু করেছেন।
বিজ্ঞাপন
ঘরোয়া ফুটবলে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। তবে এই মৌসুমের সমালোচনা বিগত মৌসমগুলোকে ছাপিয়ে গেছে। অতি সম্প্রতি শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড দুই জন রেফারির শাস্তি দাবি করেছিল বাফুফের কাছে। এই ব্যাপারে বাফুফে এখনো কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়নি।
এজেড/এমএইচ