বার্সেলোনাকে ধ্বংসের দ্বারপ্রান্তেই নিয়ে গিয়েছিলেন সাবেক সভাপতি মারিও বার্তামেউ। ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের সমালোচনাও করেছেন প্রকাশ্যে। ওই সময় একবার বার্তামেউকে সমর্থন দিয়েছিলেন দলের অন্যতম সিনিয়র ফুটবলার জেরার্ড পিকে।

২০২০ সালের অক্টোবরে বার্সেলোনা সভাপতির দায়িত্ব ছাড়েন বার্তামেউ। এরপর সভাপতি হন হুয়ান লাপোর্তা। একে একে বেড়িয়ে আসে বার্তামেউয়ের অপকর্ম। ক্লাবকে প্রায় ডুবিয়েই দিয়েছিলেন তিনি। ওই সময় বার্তামেউয়ের পক্ষ নেওয়ায় নিজেকে এখন বোকা মনে হয় পিকের।

একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘সে এমন একজন যে জানতো না কীভাবে না বলতে হয় অথবা সমস্যাগুলো সামলাতে হয়। সাম্প্রতিক সময়ে, আমরা তাকে স্পোর্টিং কমপ্লেক্সের কাছাকাছি দেখি না। আমি তার সঙ্গে রেগেছিলাম কারণ বার্তামেউ বার্সাগেট নিয়ে আমাকে মিথ্যা বলেছে।’ 

‘ক্লাব খেলোয়াড়দের সমালোচনা করার জন্য চুক্তি করেছিল আর সে আমাকে ও মেসিকে বলেছিল কিছুই জানে না। তারপর আমি বুঝলাম সে জানে। সে খুব সিরিয়াস একটা ঘটনা নিয়ে আমাকে মিথ্যা বলেছে। এরপর তাকে ডিফেন্ড করার জন্য নিজেকে নির্বোধ মনে হয়েছে।’

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দেন পিকে। এরপর থেকে দলটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই স্প্যানিশ তারকা। তবে এখন আর ফুটবলকে আগের মতো উপভোগ করেন না বলেই জানালেন তিনি।

পিকে বলেছেন, ‘খেলা হিসেবে এখানকার চেয়ে আগে আমি এটাকে বেশি পছন্দ  করতাম। আরও বেশি আবেগের সঙ্গে খেলতাম। এখন ফুটবলকে অনেক কিছুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হয়।’

এমএইচ