রোনালদোদের দায়িত্ব নেওয়ায় আফসোস নেই তার
কঠিন সময়েই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পেয়েছিলেন রাফ রাঙ্কনিক। নিজে এসেও অবস্থাটা বদলাতে পারেননি, উল্টো খারাপই হয়েছে বলা চলে। খণ্ডকালীন কোচ হওয়া রাঙ্কনিক যে চলতি মৌসুম শেষে আর থাকছেন না, সেটাও এখন স্পষ্ট।
সর্বশেষ ১২ ম্যাচে মাত্র ৩ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটাই এখন বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই নরউইচের বিপক্ষে মাঠে নামবে দলটি। এর আগে রাঙ্কনিক জানিয়েছেন, ইউনাইটেডের দায়িত্বে নেওয়ায় কোনো আফসোস নেই তার।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘কোনো ধরনের আফসোস নেই। আমি এই একই কাজ বারবার করবো। কোচ হওয়ায় আমার কোনো আফসোস নেই। আপনার সবসময় প্রশ্ন থাকবেই, নিজেকে জিজ্ঞেস করবেন কোনটা ভাল করতে পারতেন। আমি নির্দিষ্ট একটা খেলায় আলাদা ফরমেশনে খেলাতে পারতাম কি না, বদলিটা আরেকটা আগে করা যেত কি না। এটাই সবসময় ঘটছে। সবসময় আমাদের নিজেদের নিয়ে প্রশ্ন থাক, কোনটা ভালো করা যেত।’
মাঠের সঙ্গে বাইরেও কঠিন সময়ই কাটাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ক্লাবের বিপক্ষে হয়েছে বিক্ষোভও। তবে রাঙ্কনিক মনে করেন ঘরের ও প্রতিপক্ষের মাঠ দুই জায়গাতেই সমর্থন পেয়েছেন তিনি। তার দায়িত্ব নেওয়ার সময়ে পরিস্থিতি যে সহজ ছিল না, এটাও স্পষ্ট করেছেন তিনি।
বিজ্ঞাপন
‘আমি মনে করি আমরা সবাই জানি যে এটা সহজ স্কোয়াড না। পুরো পরিস্থিতি সহজ ছিল না বা আমি এখানে বসে থাকব না অথবা ওলে সম্ভবত এখনও এখানে থাকবে। আবার, আমি মনে করি আমরা গত কয়েক মাসে দেখিয়েছি যে আমরা উন্নতি করতে পেরেছি কিন্তু এতটাও পারিনি যেমন আমি চাইতাম। এই কারণেই আমরা এখন পর্যন্ত যা করেছি এবং অর্জন করেছি তাতে আমি মোটেও খুশি না।’