ক্রীড়া সাংবাদিকদের ইফতারে হ্যাভিয়ের
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চলছে বিরতি। জাতীয় দলের খেলাও জুনে। কিছুটা ফুরফুরে মেজাজে জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ (শনিবার) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ। সাথে ছিলেন তার ফিটনেস কোচ ইভান, গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যও।
স্প্যানিশ কোচের বাংলাদেশে এসেছেন মাস তিনেক আগে। বাংলাদেশে এটিই তার প্রথম রমজান মাস। বাংলাদেশে এসে ইফতারের এই সংস্কৃতি বেশ উপভোগই করছেন এই স্প্যানিশ কোচ।
রমজানে মাসে বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থার মতো ক্রীড়া সাংবাদিকদের সংগঠনও ইফতার আয়োজন করে। দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আজ ক্রীড়া লেখক সমিতির ইফতার অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এই ইফতার মাহফিলে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট সংগঠক দেওয়ান শফিউল আরেফীন টুটুল সহ বিভিন্ন খেলার তারকারা, সংগঠক, রেফারি, ক্রীড়া সাংবাদিকদের মিলনমেলা ছিল। গত দুই বছর করোনা পরিস্থিতির জন্য ক্রীড়াঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। নব নির্বাচিত কমিটির সভাপতি বাবলা ও সাধারণ সম্পাদক সামন হোসেনকে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু ও তানভীর আহমেদ টিটু।
এজেড/এমএইচ