এক দিনে দুই প্রত্যাবর্তন, জিতল মোহামেডান
মোহামেডানের জয়ের দুই নায়ক আমির হাকিম ও সুলেমান/ছবি: বাফুফে
ব্রাদার্স ইউনিয়ন ১ ২ মোহামেডান
জোসেফ নূর ১১ আমির হাকিম ৭০
সুলেমান দিয়াবাতে ৭৪
বিকেলে চট্টগ্রাম আবাহনী আর সন্ধ্যায় ব্রাদার্স। দুই দলকে একই সূত্রে বাঁধল ভাগ্য। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলই যে শুরুতে এগিয়ে গিয়ে জয়বঞ্চিত থেকে মাঠ ছেড়েছে! তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে ভাগ্যটা একটু বেশিই খারাপ ছিল ব্রাদার্সের। মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেই বসেছে গোপীবাগের দলটি।
বিজ্ঞাপন
ব্রাদার্স এদিন নেমেছিল নিয়মিত কোচ আবদুল কাইয়ুম সেন্টুকে ছাড়াই। তার পরিবর্তে ম্যাচের দায়িত্ব বর্তেছিল ম্যানেজার আমের খানের কাঁধে। তবে কোচকে ছাড়া ব্রাদার্স এগিয়ে যায় ম্যাচের ১১ মিনিটেই! মিডফিল্ডার জোসেফ নুর মোহাম্মদ গোল করে এগিয়ে দেন তাদের। প্রথমার্ধে আরও আক্রমণের পসরা সাজিয়েও আর গোলের দেখা পায়নি দলটি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন।
মোহামেডান বিরতির পর ছন্দে ফিরলেও গোল শোধ দিতে ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ঐতিহ্যবাহী দলটিকে। ৭০ মিনিটে আমির হাকিম বাপ্পী ম্যাচে সমতা আনেন। মিনিট চারেক পর গোল করে মোহামেডানকে এগিয়ে দেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে (২-১)। শেষে ব্রাদার্সের জয় কেড়ে নিয়েই মাঠ ছাড়ে সাদা কালোরা।
বিজ্ঞাপন
আট ম্যাচে মোহামেডান ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অন্য দিকে মোহমেডানের চেয়ে এক ম্যাচ কম খেলা ব্রাদার্সের পয়েন্ট মাত্র এক। তাদের নিচে রয়েছে শুধু আরামবাগ। যাদের কোনো পয়েন্টই নেই।
এজেড/এনইউ