হোঁচট খেল ইউনাইটেড, জিতল আর্সেনাল
ছবি : গেটি ইমেজ
ম্যাচের মাত্র ৮৩ সেকেন্ড তখন। ওই সময়ই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করে ফেলে ওয়েস্ট ব্রমউইচ। পরে অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটিকে গোল শোধ দেয় ইউনাইটেড। কিন্তু জয় তুলে নিতে পারেনি ওলে গানার শুলশার শিষ্যরা।
ম্যাচের একেবারে শুরুতেই কনর গ্যালাগার ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড দিয়াগনে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও গোলের দেখা পাচ্ছিলেন না। বিরতির আগেই অবশ্য সমতায় ফেরে ইউনাইটেড।
বিজ্ঞাপন
বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লুক শর ক্রসে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেস। এরপর আরও বেশ কিছু সুযোগ পেলেও টানা দ্বিতীয় ড্র আটকাতে পারেনি ইউনাইটেড। ২৪ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অন্যদিকে টানা দুই হারে বিপর্যস্ত আর্সেনালকে কক্ষপথে ফিরিয়েছেন আবমেয়াং। রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। স্বাগতিকদের হয়ে অন্য গোলটি করেন এক্তর বেইয়েরিন। লিডসের হয়ে ব্যবধান কমান পাসকেল ও বদলি খেলোয়াড় হেলদার কস্তা।
বিজ্ঞাপন
এমএইচ