জুয়েলের জোড়া গোলে আবারও পিছিয়ে পড়ে জিতল আবাহনী
গত ম্যাচের মতো আজকের ম্যাচেও শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী ম্যাচে পিছিয়ে পড়েছিল। ম্যাচে পিছিয়ে পড়লেও খেলা শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যারিও ল্যামোসের দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে গেছেন জুয়েল রানা।
শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও পুলিশকে ২-১ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে আকাশী হলুদ শিবির। ম্যাচের ১৭ মিনিটে আল আমিনের গোলে এগিয়ে যায় পুলিশ।
বিজ্ঞাপন
মিনিট পাঁচেক পরেই ঘুরে দাঁড়ায় মারিও ল্যামোসের শিষ্যরা। জুয়েল রানা ম্যাচে ১-১ গোলের সমতা আনেন। ৬৮ মিনিটে জুয়েলের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শেখ জামালকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পুলিশ। আজকের ম্যাচ নিয়ে টানা তিন ম্যাচেই হারল পুলিশ।
বিজ্ঞাপন
এজেড/এনইউ