ফুটবলার তৈরির পাইপলাইন স্কুল ফুটবল। এক সময় বাফুফে হাজারের বেশি স্কুল নিয়ে টুর্নামেন্ট করেছে। সেখান থেকে কমে কমে সংখ্যাটি এখন দাঁড়িয়েছে মাত্র ৫১-তে। 

দেশে ৬৪ জেলা। ৬৪ জেলার মধ্যে নেই ১৩ জেলা। মাত্র ৫১ স্কুল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কারণ সম্পর্কে স্কুল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া বলেন, ‘আমরা অনেক স্কুলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা আসেনি।’

এবারের আসর মাঠ গড়াবে তীব্র গরমের মৌসুমে। এজন্যে ব্যবস্থা রেখেছে বাফুফে। প্রখর রোদে স্কুলের ছাত্রদের জন্য পানির ব্যবস্থা থাকবে এবং বজ্রপাত এড়াতে খেলা বন্ধও থাকবে বলে জানান বিজন বড়ুয়া।

দেশের ৫১টি স্কুলের অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা। আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। ভেন্যুগুলো হলো- গোপালগঞ্জ, ঝিনাইদহ, লালমনিরহাট, নেত্রকোনা, নোয়াখালী, পটুয়াখালী রাজশাহী ও টাঙ্গাইল। 

প্রত্যেক ভেন্যুর চ্যাম্পিয়ন দল তিন হাজার এবং রানার্সআপ দল পাবে দুই হাজার টাকা করে। এছাড়া জেলার চ্যাম্পিয়ন দল পাঁচ হাজার এবং রানার্সআপ দল পাবে তিন হাজার টাকা করে। ২৮ মে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। 

এজেড/এনইউ