গত বছর ৩২০০ কোটি টাকারও বেশি খরচ করে ইংলিশ প্রিমিয়ার লিগের নিউক্যাসল ফুটবল ক্লাবটি কিনে নিয়েছে একটি কনসোর্টিয়াম। সৌদি রাজপরিবারের বহুমাত্রিক সমর্থনেই তারা ক্লাবটি কিনেছে তারা। যদিও আনুষ্ঠানিকভাবে নিউক্যাসলের নতুন মালিকপক্ষ সেই বিষয়টি স্বীকার করে না, তবে সম্প্রতি ক্লাবটির আগামী মৌসুমের অ্যাওয়ে জার্সির ছবি ফাঁস হওয়ার পর সম্পৃক্ততার বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ২০২২-২৩ মৌসুমে নিউক্যাসলের অ্যাওয়ে জার্সিটি সাদা এবং সবুজ রঙের মিশেলে তৈরি। মূলত সাদা জার্সির গলায় এবং হাতায় সবুজ সিঙ্গেল স্ট্রাইপ। এছাড়া ক্লাবের লোগো এবং জার্সি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাস্টোরের লোগোটিও সবুজ রঙের।

নিউক্যাসলের এই জার্সিটি দেখতে ২০২০ সালে নাইকির তৈরি সৌদি আরব জাতীয় ফুটবল দলের হোম জার্সিটির মতো হুবহু। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, সৌদি আরবে নিউক্যাসলের জার্সির কাটতি বাড়াতে এমনটা করা হয়ে থাকতে পারে।

মানবাধিকার ইস্যুতে সৌদি আরবের ‘প্রশ্নবিদ্ধ’ কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ রয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মহলে। আর তাই নিউক্যাসলের মালিকানা সৌদি সমর্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে বিক্রির কঠোর বিরোধিতা করেছিল দেশটির মানবাধিকার সংস্থাগুলো থেকে শুরু করে সাধারণ ফুটবল সমর্থকরাও। তবে এই অভিযোগের প্রসঙ্গে পরবর্তীতে প্রিমিয়ার লিগের কাছে নিউক্যাসলের নতুন মালিকপক্ষ সন্তোষজনক জবাব দিতে পারায় তাদের মালিকানাকে স্বীকৃতি দেয় লিগ কর্তৃপক্ষ।

এইচএমএ