সমালোচনার মুখে ভাঙল বাফুফের দেওয়া কমিটি
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে রেফারিং নিয়ে বিস্তর সমালোচনা চলছে। কয়েকটি ক্লাব রেফারিং নিয়ে ফেডারেশনে প্রতিবাদ জানিয়েছে। তারই প্রেক্ষিতে ভাঙল বাফুফের দেওয়া রেফারিজ কমিটি। এই কমিটির চেয়ারম্যান হিসেবে ছিল বাফুফে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুর্রেফারিজ কমিটি সাধারণত কোনো ক্লাবের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদেরই রাখা হয়। জাকির হোসেন চৌধুরী প্রথমবারের মতো বাফুফের কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র নবম রাউন্ড চলছে। এর মধ্যে বেশ কয়েকটি ম্যাচে রেফারিং নিয়ে তীব্র সমালোচনা হয়। বিশেষ করে বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামালের গোল বাতিল ইস্যুতে। ঢাকা আবাহনী ও শেখ জামালের ম্যাচে ২ লাল কার্ড দেওয়াটাও বেশ আলোচিত ছিল।
বিজ্ঞাপন
একমাত্র বসুন্ধরা কিংস ছাড়া প্রায় সব ক্লাবেরই রেফারিং নিয়ে অভিযোগ রয়েছে। রেফারিজ কমিটি ভেঙে দেওয়া সম্পর্কে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, সকালে রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। অনেক আলোচনা-সমালোচনা চলছে এজন্য ভেঙে দেওয়া হলো।
বাফুফের স্ট্যান্ডিং কমিটি গঠন হয় নির্বাহী কমিটিতে। কমিটি ভাঙা প্রসঙ্গে কাজী সালাহউদ্দিনের ব্যাখ্যা, ‘একটি জরুরি সভা করেই এটা করা হয়েছে। রেফারিজ কমিটির সদস্যদের সাথে আলাপ করেই এটা করা হয়েছে।’
রেফারিজ কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী। সালামকে রেফারিজ কমিটির প্রধান করার ব্যাপারে বাফুফে সভাপতির যুক্তি, ‘সালাম লিগ কমিটির প্রধান। লিগের সঙ্গে রেফারিং সংযুক্ত এজন্য সালামকে রেফারিজ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।’
বিজ্ঞাপন
এজেড/এটি/এমএইচ