প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নারী দলের কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে ‘ক্রীড়া এবং মানবিক মূল্যবোধের’ সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এই অভিযোগে এরই মধ্যে ক্লাব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।

কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাবের নারী দলের সদস্যরা যেসব অনুচিত কর্মকাণ্ড এবং মন্তব্যের শিকার হয়েছে, সেসবের ব্যাপারে ক্লাব আজ (মঙ্গলবার) জানতে পেরেছে। এই মন্তব্য এবং ঘটনাগুলো যদি সত্যি হয়, তাহলে সেগুলো ক্রীড়া এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। পিএসজি বিষয়টি অত্যন্ত গভীরভাবে বিষয়টি দেখছে।

এই কোচের বিরুদ্ধে এরই মধ্যে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালে তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন। তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্লাব।

এইচএমএ/এটি