চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেশ কাটতে না কাটতেই ঘরোয়া ফুটবলে নতুন আলোচনা। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ শন লেন ও তার সহকারী জেমস পদত্যাগ করেছেন। দুই জনই বর্তমানে ছুটিতে আছেন। ছুটিতে থাকাবস্থায় পদত্যাগপত্র ক্লাবের কাছে পাঠিয়েছেন। 

শন লেন রোববার অস্ট্রেলিয়া থেকে ঢাকা পোস্টকে জানান, ‘চার বছরের বেশি সময় আমি মোহামেডানের সঙ্গে ছিলাম। বেশ ভালো সময় কেটেছে। বর্তমান সামগ্রিক প্রেক্ষাপটে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তার পদত্যাগপত্রে দল নিয়ে ক্লাবের ভালো পরিকল্পনা না থাকা এবং খেলোয়াড় নির্বাচনে ম্যানেজম্যান্টের হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। 

মোহামেডানের দুঃসময়ে হাল ধরেছিলেন শন। তার কোচিংয়ে সাদা কালোরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে আসতে পেরেছে। মোহামেডান তার উপর নির্ভর করত অনেক। বিদেশি খেলোয়াড় সংগ্রহে গত দুই বছর তিনি বড় ভূমিকা রেখেছেন। তবে চলতি মৌসুমে ক্লাবের কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে তার একটু দূরত্ব হয়েছিল। সেই প্রেক্ষিতে তাকে ক্লাব থেকে সতর্কও করা হয়েছিল। 

মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স কোচের পদত্যাগপত্র প্রসঙ্গে বলেন, ‘আজ সকালে কিছুক্ষণ আগে শুনতে পেলাম। লিগের মাঝপথে তার এই সিদ্ধান্ত দুঃখজনক।’ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোঃ আলমগীর শনের বিষয় নিয়ে আরো ২ দিন পর সিদ্ধান্ত নেবেন বলে জানান। 

মোহামেডানের সঙ্গে শনের লিখিত কোনো চুক্তি ছিল না। দুই পক্ষ মৌখিক সমঝোতার মাধ্যমে পথ চলছিল। মনোমালিন্যে সেই পথচলা ছিন্ন হলো। 

কোচ শন লেনের পদত্যাগের মাধ্যমে মোহামেডানে নতুন সংকট তৈরি হলো। এমনিতে ক্লাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। ক্লাবের ক্রিকেট ও হকির দ্বন্দ্ব অনেকটা প্রকাশ পেয়েছে। ঐতিহ্যবাহী ক্লাবের ফুটবলও কি সেই পথে হাটছে?

এজেড/এটি/এনইউ