প্যারিসে রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রতিশোধ নেওয়া হয়নি লিভারপুলের। উল্টো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ১-০ গোলে ইংলিশ ক্লাবটিকে পরাজিত করে ১৯৮১ সালে প্যারিসের মাটিতে একই ব্যবধানে ইউরোপিয়ান কাপ ফাইনালে হারের শোধ তুলেছে রিয়াল মাদ্রিদ। তবে প্যারিসের স্তাদ দো ফ্রান্সে ম্যাচের আগেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনায় টিকিট থাকা সত্ত্বেও মাঠে প্রবেশ করতে পারেননি হাজারো লিভারপুল সমর্থক। মাঠের বাইরে বিশৃঙ্খলায় পুলিশের কাঁদানে গ্যাস আর পেপার স্প্রে’র লক্ষ্যে পরিণত হয়েছে তারা।

প্যারিসে উয়েফা এবং স্থানীয় আয়োজকদের এই চূড়ান্ত অব্যবস্থাপনাকে কাঠগড়ায় তুলেছেন ফুটবল দুনিয়ার অনেকেই। বিশেষ করে ইংল্যান্ড এবং লিভারপুলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অব্যবস্থাপনার জন্য উয়েফাকে একহাত নিয়েছেন।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, লিভারপুলের অনেক সমর্থক বিনা টিকিটে মাঠে প্রবেশের চেষ্টা করার ফলেই ম্যাচ শুরুর আগে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার ফলে ম্যাচও নির্ধারিত সময়ের আধঘণ্টা পর মাঠে গড়ায়।

লিভারপুল ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের এক বন্ধু টিকিট থাকা সত্ত্বেও মাঠে প্রবেশ করতে পারেননি। উল্টো তার সেই বন্ধুর ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে রবার্টসন বলেন, ‘এটা (উয়েফার ব্যবস্থাপনা) আসলেই বিব্রতকর ছিল। আমার এক বন্ধুকে বলা হয়েছে তার টিকিট ভুয়া, তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি, সেটা ভুয়া ছিল না। সমর্থকদের উপর কাঁদানে গ্যাস ছোড়া একেবারেই গ্রহণযোগ্য না।’

‘আমাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা মোটেই ভালো অভিজ্ঞতা ছিল না, ফাইনাল উপভোগ করার মতো পরিবেশ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ একটা উৎসবের মতো, তবে এটা একেবারেই তেমন ছিল না।’

এইচএমএ/এটি