ইনজুরি পিছুই ছাড়ছে না ক্যাবরেরার দলের
বাংলাদেশ জাতীয় দলে ইনজুরি সংখ্যা দিনকে দিন বাড়ছে। ঢাকায় ইনজুরিতে পড়ে বাদ পড়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সাদ উদ্দিন। কলকাতায় এএফসি কাপে ব্যথা পাওয়ায় দলের সঙ্গে আসতেই পারেননি বসুন্ধরা কিংসের চার ফুটবলার। এবার ইন্দোনেশিয়ায় গিয়ে আবার ইনজুরি।
গতকাল ইন্দোনেশিয়া বান্দুংয়ে অনুশীলনে ব্যথা পেয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। সেই ব্যথার জন্য আজ অনুশীলন করেননি এই মিডফিল্ডার। ইন্দোনেশিয়া থেকে ম্যানেজার ইকবাল হোসেন জানান, ‘সোহেল আজ অনুশীলনে নেই গতকাল ব্যথা পাওয়ায়। ডাক্তার তার ব্যথাকে তেমন গুরুতর বলেননি। আশা করি আগামীকাল ফিরতে পারবেন অনুশীলনে।’
বিজ্ঞাপন
আগামীকাল অনুশীলনে ফিরলেও পরশু দিন স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে এই মিডফিল্ডারের খেলাটা ঝুঁকির মধ্যেই পড়ল। সোহেল রানা জাতীয় দলের একজন সিনিয়র ফুটবলার। ২৩ জন ফুটবলারের মধ্যে হ্যাভিয়ের ২২ জন নিয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
কিংসের ফুটবলার মাহবুবুর রহমান সুফিল ইন্দোনেশিয়ায় ম্যাচ খেলবেন না। ২ জুন সরাসরি মালয়েশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। জাতীয় দলে থাকা কিংসের ফুটবলারদের আজ ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ার ভিসা করানো হয়েছে। কলকাতা থেকে এসেই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ায় দেশ থেকে কিংসের ফুটবলারদের মালয়েশিয়ার ভিসা করানো সম্ভব হয়নি ফেডারেশনের পক্ষ থেকে।
বিজ্ঞাপন
এজেড/এনইউ