বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢাকায় নানা প্রস্তুতি
আর মাত্র তিন দিন পর ফিফা বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের এই ট্রফিকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে অনেক জল্পনা-কল্পনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ট্রফিকে নিয়ে নানা বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আজ শনিবার জানান, আগামীকাল এই ট্রফি আগমন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে। সেখানে এই ট্রফির নিরাপত্তা সহ অনেক বিষয় আলোচনা হবে। ২০১৩ সালে বাংলাদেশে যখন ট্রফি এসেছিল তখন এই ট্রফিটি ভিভিআইপি মর্যাদা পেয়েছিল। এবারও হয়তো একই মর্যাদা পেতে পারে।
বিজ্ঞাপন
ট্রফি আসার পর কিছু কর্মসূচির বর্ণনা দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘৮ জুন সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে ট্রফি ঢাকার বিমানবন্দরে পৌঁছাবে। বাফুফে সভাপতি, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এটি গ্রহণ করবে। বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ট্রফিটি সেই দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে সফর করবে, বাংলাদেশে আসার দিনই বিকেলে রাষ্ট্রপতির বাসভবন এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ট্রফি নিয়ে যাওয়া হবে।’
সেদিন রাতে ট্রফি উপলক্ষ্যে একটি নৈশভোজ আয়োজন হওয়ার কথা রয়েছে। যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বাংলাদেশে অবস্থান অন্য দেশের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন।
বিজ্ঞাপন
পরের দিন ৯ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল রেডিসনে ছবি তোলার সুযেগা রয়েছে ফুটবল সংশ্লিষ্টদের। এই সেশনটি মূলত ফুটবল সংশ্লিষ্টদের জন্য বরাদ্দ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ সহ বিভিন্ন স্তরের ফুটবলের সঙ্গে ব্যক্তিবর্গরা এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে এই সেশনে। দুপুরের পর ট্রফি যাবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি উপলক্ষ্যে কনসার্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি সেখানেও ট্রফি প্রদর্শনী হবে। এই ব্যবস্থাপনায় থাকবে ফিফার ট্রফি ট্যুরের কর্মাশিয়াল পার্টনার কোকাকোলা।
কনসার্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি মূলত কোকাকোলাই দেখভাল করছে বলে জানান বাফুফের এই কর্মকর্তা, ‘কয়েক জন শিল্পী থাকবেন কনসার্টে। কারা গান গাইবেন, কিভাবে কনসার্টের টিকিট ও ট্রফির সঙ্গে ছবি তোলা যাবে এই বিষয় দুই এক দিনের মধ্যে কোকাকোলা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানাবে।’
ট্রফির সঙ্গে ফিফা থেকে কয়েকজন কর্মকর্তাও আসছেন। এর মধ্যে থাকবেন একজন ফিফা লিজেন্ড। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বু।
এজেড/এটি