রেফারিদের কাছে সময় চাইল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারিদের দাবি দাওয়া পুরণে ১০ দিন সময় চেয়েছে। রেফারিজ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের যৌথ স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে রেফারিদের দাবিগুলো বাফুফের সক্ষমতা অনুযায়ী দশ কার্যদিবসের মধ্যে কার্যকরী পদক্ষেপের সিদ্ধান্ত নেবে।
বকেয়া পরিশোধ, ম্যাচ ফি, যাতায়াত ভাতা সহ আরো অনেক বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন একটি চিঠি দিয়েছিল। সেই চিঠি দুই মাস পেরিয়ে গেলেও কোনো কার্যকর ভুমিকা না হওয়ায় রেফারিরা হতাশ হন। ৩০ মে'র মধ্যে রেফারিরা ফেডারেশনকে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন। সেই সিদ্ধান্ত না পেয়ে ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে রেফারিরা চ্যাম্পিয়নশিপ লিগ পরিচালনা করতে অস্বীকৃতি জানায়।
বিজ্ঞাপন
রেফারিদের এই অবস্থান থেকে সরিয়ে আনতে বাফুফে একটি বিজ্ঞপ্তি দেয়। যেখানে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করে, রেফারিজ এসোসিয়েশনের চিঠিটি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও রেফারিজ এসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুরের সঙ্গে এক আলোচনার মাধ্যমে এক কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে।
ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেফারি। বাফুফে এই অংশটি অনেকটা উদাসীন ছিল। রেফারিরা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় এখন ফেডারেশনের ভাবমূর্তি সংকটের মুখে।
বিজ্ঞাপন
এজেড/এটি