বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার আসল পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে প্রায় পাচ মাস অতিবাহিত হচ্ছে। এর মধ্যে মাত্র তিনটি ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন এই স্প্যানিশ। সেই তিন প্রীতি ম্যাচের মধ্যে দু’টি ড্র ও একটিতে হার। আগামীকাল মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া কাপ বাছাই মূলত হ্যাভিয়েরের মূল চ্যালেঞ্জ। 

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে পরীক্ষা দিতে হবে জামাল ভূঁইয়াদেরও। টুর্নামেন্টে বুধবার লাল সবুজদের প্রথম প্রতিপক্ষ বাহরাইন। কুয়ালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সোয়া তিনটার ই-গ্রুপের ম্যাচটি যে বেশ কঠিন হবে- তা বলেই দেওয়া যায়। র‌্যাংকিংয়ে বাহরাইনের (৮৯) চেয়ে ৯৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের (১৮৮) সঙ্গে শুধু এখানেই পার্থক্য নয়, শক্তির বিচারেও ব্যবধানটা অনেক। এ বছর সাত ম্যাচের মধ্যে বাহরাইন যেখানে জিতেছে ছয়টি ম্যাচ, সেখানে তিন ম্যাচ খেলা বাংলাদেশের প্রাপ্তি মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র। আর মালদ্বীপের কাছে হার।

র‌্যাংকিং এবং পরিসংখ্যানকে স্রেফ একটা সংখ্যা হিসেবে নেয়া হাভিয়ের কাবরেরার দল চমক দেখাতে চায়। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, ‘র‌্যাংকিংয়ে কিন্তু ইন্দোনেশিয়াও আমাদের বিপক্ষে এগিয়ে ছিল। কিন্তু মাঠে আমরা কী করেছি সেটা সবাই দেখেছে। তবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ম্যাচকে ভুলে যাওয়া। ইন্দোনেশিয়ার বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে খেলেছিলাম,বাহরাইনের সঙ্গেও একই পরিকল্পনায় মাঠে নামব। দলের কাছে আমি ভালো পারফরম্যান্স চাই।’ 

বাংলাদেশ দলে ইনজুরি সমস্যা। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দেশে থাকতে হচ্ছে ইনজুরির জন্য। কিছুটা খর্বশক্তির হলেও বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার কন্ঠে দৃঢ় প্রত্যয়,‘ আশা করি আমরা সেরাটা উপহার দিতে পারব। আমরা জানি আগামীকাল বড় ম্যাচ হতে যাচ্ছে। গত কয়েকটা দিন আমরা কোচের সঙ্গে ভালো সেশন করেছি। বাহরাইন ম্যাচের ভিডিওগুলো দেখে প্রস্তুতিও ভাল নিয়েছি। যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে এ ম্যাচ থেকে আমরা কিছু বের করে আনতে পারব।’

ফুটবলের সোনালী সময়েও বাহরাইনের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর সিউলে প্রেসিডেন্টস কাপে প্রথম এবং শেষ সাক্ষাতে মধ্যপ্রাচ্যের এই দেশটির কাছে দুই গোলে হেরেছিল লাল সবুজের দলটি। পরের ৪৩ বছর দুই দেশের ফুটবলে পার্থক্য বেড়েছে বিস্তর। র‌্যাংকিংয়ে ৯৯ ধাপ ব্যবধান সেটাই নির্দেশ করে।

বুধবারের খেলা
এশিয়া কাপ বাছাই
বাংলাদেশ ও বাহরাইন
(বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে, বিকাল ৩টা ১৫মি.)

এজেড/এটি