বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৩৮ দিন বিরতি ছিল। এই বিরতির সময় দেশের শীর্ষ রেফারিরা বিদ্রোহী অবস্থানে ছিলেন। খেলার আগের দিন অবশ্য সুখবর মিলেছে। রেফারিরা বিদ্রোহ ভেঙে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস এবং কিংস অ্যারেনায় শেখ জামাল-শেখ রাসেল ম্যাচে দেশের শীর্ষ রেফারিরাই থাকবেন।

রেফারি ও ফেডারেশন দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে এসে নমনীয় হয়েছে। ফলে রেফারিং নিয়ে সৃষ্ট সংকট দূর হয়েছে। আগামীকাল থেকে পুনরায় শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে দেশের শীর্ষ রেফারিরাই দায়িত্ব পালন করবেন।

ফেডারেশন রেফারিদের ম্যাচ প্রতি সম্মানী ফি ৩৫০০ টাকা করেছিল। রেফারিরা এর প্রেক্ষিতে সাড়ে চার হাজার দাবি করেছিল। দুই পক্ষ মাঝামাঝি ৪ হাজার টাকায় একমত পোষণ করেছে, যেখানে সহকারী রেফারি ৩৮০০ টাকা এবং চতুর্থ রেফারি ৩৫০০ টাকা। 
দৈনিক ভাতা আগে ছিল ১৪০০ টাকা। সেটা ফেডারেশন একশ টাকা বাড়িয়ে করেছিল ১৫০০। রেফারিদের দাবি ছিল ২ হাজার। রেফারিরা ফেডারেশনকে সর্বশেষ ১৮০০ টাকা করার প্রস্তাব দেয়। ফেডারেশন রেফারিদের এই দাবি মেনেছে।

ম্যাচ ফি, দৈনিক ভাতার সঙ্গে যাতায়াত ভাড়ার একটি বিষয় ছিল। রেফারিদের দাবি ছিল জেলাভেদে ১৫০০-২৫০০ টাকা। সেখানে ফেডারেশন ১০০০-২০০০ টাকা দিতে চায়। ফেডারেশন রেফারিদের সম্মানী ও দৈনিক ভাতার দাবি মেনে নেয়ায় রেফারিরা ফেডারেশনের এই প্রস্তাবে সায় দেয়ার কথা রয়েছে।

নতুন ধার্যকৃত এই ফিতে একজন রেফারি ঢাকা থেকে রাজশাহী অথবা রাজশাহীর একজন রেফারি ঢাকায় এসে ম্যাচ পরিচালনা করলে তিন দিনের দৈনিক ভাতা ১৮০০ করে ৫৪০০, যাতায়াত ২০০০ টাকা ও ম্যাচ ফি ৪০০০ টাকা সব মিলিয়ে ১১,৪০০ টাকা পাবেন। যেটা আগে সর্বোমট ছিল ৮৬০০ টাকা। ফলে একজন রেফারি এখন ২৮০০ টাকা বেশি পাবেন আগের তুলনায়। ঢাকার রেফারি ঢাকায়, স্থানীয় রেফারি নিজ জেলায় ম্যাচ পরিচালনা করলে একদিনের দৈনিক ভাতা পাবেন।

নতুন ধার্যকৃত ফি অনুযায়ী রেফারিরা চলমান প্রিমিয়ার লিগের সম্মানী পাবেন। আগামীকাল ম্যাচ পরিচালনার আগে অর্থ না পেলেও ফুটবলের স্বার্থে তারা রেফারিং করবেন বলে জানান, ‘ফুটবলকে আমরা ভালোবাসি। এজন্য অনেক বিষয় ছাড় দিয়েছি। ফেডারেশনও আন্তরিকতা দেখিয়েছে অনেক। ফলে একটা সুন্দর অবস্থানে গিয়েছে’ বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক রেফারি। দাবি দাওয়া পূরণ হওয়ায় এখন চ্যালেঞ্জটা রেফারিদের উপরই। লিগের বাকি রাউন্ডগুলোতে রেফারির সিদ্ধান্ত নিয়ে যেন প্রশ্ন না উঠে সে বিষয়ে তাদের সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা।

আগামীকালের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
শেখ রাসেল : শেখ জামাল (কিংস অ্যারেনা)
রহমতগঞ্জ : বসুন্ধরা কিংস (মুন্সিগঞ্জ স্টেডিয়াম)
বিকেল চারটায়

এজেড/এইচএমএ