নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
রক্ষণভাগের শক্তি বাড়াতে লেফট ব্যাক তাইরেল মালাসিয়াকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী দিনের ইউনাইটেড গড়ার অংশ হিসেবে টেন হাগ যুগের প্রথম খেলোয়াড় নেদারল্যান্ডসের এই তরুণ। ইউনাইটেড মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, মালাসিয়ার সঙ্গে চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। এতে মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ডাচ ক্লাব ফেইনুর্দ থেকে ২২ বছর বয়সী এই লেফটব্যাককে কিনতে ইউনাইটেডের খরচ হয়েছে দেড় কোটি ইউরোর মতো। পরবর্তীকালে অন্যান্য বোনাস বাবদ আরো ২০ লাখ ইউরো আয় করার সুযোগ থাকছে ফেইনুর্দের সামনে, সেটা নির্ভর করবে মালাসিয়ার পারফরম্যান্সের ওপর। মালাসিয়াকে ইউনাইটেডে নাম লেখাতে দেখে বেশ উৎফুল্ল সাবেক ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি।
বিজ্ঞাপন
ফেইনুর্ড একাডেমিতে বেড়ে ওঠা মালাসিয়া দলটির হয়ে ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫০ ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন ৫টি আন্তর্জাতিক ম্যাচ।
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া এরিক টেন হাগের ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা করে নিতে হলে মালাসিয়াকে লড়াই করতে হবে লুক শ ও অ্যালেক্স তেলেসের সঙ্গে। গত মৌসুম একদম ভালো কাটেনি ইউনাইটেডের। ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।
বিজ্ঞাপন
টিআইএস/এটি