বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার ছিল একটি ম্যাচ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ঢাকা আবাহনী ৪-১ গোলে বড় জয় পেয়েছে রেলিগেশন জোনে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে।

আজকের ম্যাচে আবাহনী স্বাধীনতার বিপক্ষে হোচট খেলে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হতো বসুন্ধরা কিংসের। আজ আবাহনী জেতায় কিংসকে শিরোপা জিততে আগামী ম্যাচে সাইফ স্পোর্টিংকে হারাতে হবে। আজকের জয়ে আবাহনী ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ৪৮ আর স্বাধীনতা ক্রীড়া সংঘের ৯। 

আগের লেগে দুই লড়াই ১-১ গোলে ড্র ছিল। আজ ঢাকা আবাহনী জিতলেও দারুণ পাল্লা দিয়েছে নবাগত দলটি। বিশ^কাপ খেলা কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে লীড নেয়  আবাহনী। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ডোরিয়েল্টন। দুই গোলে পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার সকল চেষ্টাই করে স্বাধীনতা সংঘ। প্রথমার্ধের শেষের দিকে কয়েকটি সংঘবদ্ধ আক্রমণও করে তারা। ইনজুরি সময়ে স্বাধীনতার হয়ে জাপানি ফুটবলার ইউতো সুজুকি গোল করেন। 

আবাহনী ২-১ গোলের লীড নিয়ে বিরতিতে যায়। বিরতির পর স্বাধীনতা সমতা এবং আবাহনী ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ৫৭ মিনিটে ডোরিয়েল্টনের গোলে স্কোরলাইন ৩-১ হয়। এরপর স্বাধীনতা দু’টি গোলের সুযোগ মিস করে। ৮০ মিনিটে আবাহনীর আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর গোলে আবাহনীর বড় জয় নিশ্চিত হয়। 

আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৯ তম রাউন্ডের শেষ দিন। আগামীকাল তিন ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শনি ও রোববার দু’দিন লিগের বিরতি। সোমবার ২০তম রাউন্ডের প্রথম দিনেই মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে সাইফ স্পোর্টিংয়ের। সেদিন বসুন্ধরা কিংস জিতলেই হ্যাটট্রিক শিরোপা জিতবে। আর দুর্দান্ত ফর্মে থাকা সাইফ স্পোর্টিং কিংসকে আটকাতে পারলে আবাহনীর জন্য খানিকটা সুযোগ তৈরি হবে। এর পরের ম্যাচেই আবাহনীর সামনে পড়তে হবে কিংসকে। তখন লিগের শিরোপা খানিকটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে পারে।

এজেড/এটি