ইতিহাস গড়ার অপেক্ষায় বসুন্ধরা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ইতিহাসের দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে শীর্ষ পর্যায়ে অভিষেক হওয়ার পরপরই হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের রেকর্ড নেই। বসুন্ধরা কিংস সেই রেকর্ডের দোরগোড়ায়।
আগামীকাল সোমবার মুন্সিগঞ্জ স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে হারালে বসুন্ধরা টানা তৃতীয় বারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে। ২০ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট দাঁড়াবে ৫১। পরের দুই ম্যাচ হারলেও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী তাদের স্পর্শ করতে পারবে না।
বিজ্ঞাপন
ঘরোয়া ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড শুধু দুই ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডানের। ১৯৮৩-৮৫ প্রথম বিভাগ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এর পরের তিন বছর, অর্থাৎ ’৮৬ থেকে ’৮৮ সাল পর্যন্ত ঢাকা মোহামেডানও টানা চ্যাম্পিয়ন হয়। মোহামেডানের সেই চ্যাম্পিয়নশিপ ছিল অপরাজিত। নব্বইয়ের দশকে সিনিয়র ডিভিশন লিগকে প্রিমিয়ারের মর্যাদা দেয়া হয়।
২০০৭ থেকে প্রিমিয়ার লিগ পেশাদার লিগের নামকরণ হয়। পেশাদার লিগের প্রথম তিন আসরে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত পেশাদার লিগের সর্বোচ্চ বারের শিরোপাধারী। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২ বার চ্যাম্পিয়ন হলেও হ্যাটট্রিক শিরোপা মিস করেছে। বসুন্ধরা কিংস ২০১৮ প্রিমিয়ার লিগে অভিষিক্ত ক্লাবটি টানা তিন বার লিগ চ্যাম্পিয়ন হচ্ছে। মাঝের এক আসর করোনার জন্য পরিত্যক্ত হয়েছে।
বিজ্ঞাপন
আগামীকালের ম্যাচেই শিরোপা বাজিমাত করতে চায় কিংস। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান, ‘আমার ছেলেরা মৌসুম জুড়ে ভালো খেলেছে। আশা করি সোমবার সেরাটা দিয়ে সাইফ স্পোর্টিংকে হারাতে পারব।’
জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং দ্বিতীয় লেগে দারুণ ছন্দে রয়েছে। সাইফকে হারানো বেশ চ্যালেঞ্জ হবে সেটা মানছেন অস্কার,‘তারা দ্বিতীয় লেগে দুর্বার গতিতে খেলছে। বিশেষ করে আক্রমণভাগ অসাধারণ ফর্মে রয়েছে। আক্রমণের সংখ্যা এবং গোলের হার খুব কাছাকাছি।’
আগামীকালের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
সাইফ স্পোর্টিং ও বসুন্ধরা কিংস
বিকেল চারটা
সরাসরি সম্প্রচার টি স্পোর্টসে
মুন্সিগঞ্জ স্টেডিয়াম।
এজেড/এটি/এনইউ