বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ নিয়ে জল কম ঘোলা হয়নি। শেষ পর্যন্ত এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি’র কোর্টে এখন বল। তারা এই ম্যাচের ব্যাপারে আজ ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর কথা ছিল।এখন পর্যন্ত বাফুফে এএফসির কাছ থেকে কোনো জবাব পায়নি।
 
বাফুফে এই ব্যাপারে সন্ধ্যায় জানিয়েছে, তারা এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। আনঅফিসিয়ালি তারা জেনেছে এএফসি এই সিদ্ধান্ত জানাতে আরো দুয়েক দিন সময় নিতে পারে। এএফসি’র এই কালক্ষেপণে জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’ও হতাশা প্রকাশ করেছেন।
 
জাতীয় দলের মতো ক্লাব পর্যায়ের প্রতিযোগিতার ভেন্যুর ব্যাপারেও বাংলাদেশকে অপেক্ষায় রেখেছে এএফসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্বের স্বাগতিক হতে চেয়েছে। 

কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেন, ‘আমাদের ও বাফুফে কোনো পক্ষকেই এএফসি কাপের ভেন্যুর ব্যাপারে কিছু বলেনি। আমাদের বিষয়ে ২২ ফেব্রুয়ারি জানানোর কথা ছিল। আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব এএফসি’র সিদ্ধান্তের। না হলে আবার ফেডারেশনের মাধ্যমে তাদের কাছে জানতে চাইব।’ 

এএফসি কাপের ভেন্যুর স্বাগতিক হতে চেয়েছে ভারতের ক্লাব মোহনবাগানও।  ১৫ ফেব্রুয়ারি সময়সীমার মধ্যে আবেদন করলেও কিংস বাফুফের মাধ্যমে আবেদন করেছে ১৭ ফেব্রুয়ারি। ক্লাব কিংসের তুলনায় বাফুফে আগ্রহী হয়ে এএফসি কাপের চূড়ান্ত পর্বে সিলেটে স্বাগতিক হতে চেয়েছে। 

উল্লেখ্য, জাতীয় দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি হোমে। করোনা পরিস্থিতির জন্য আফগানিস্তান বাংলাদেশে আসতে চাইছে না। বাংলাদেশ ম্যাচটি হোমেই খেলতে চায়। দুই দলের অনড় অবস্থানের জন্য ম্যাচের সিদ্ধান্তের ব্যাপারে এএফসি সময় নিচ্ছে। 

এজেড/এমএইচ