বসুন্ধরা কিংস লিগের শেষ ম্যাচ তাদের কিংস অ্যারেনাতেই খেলবে। এই ম্যাচটি মূলত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হোম। ম্যাচটি মুন্সিগঞ্জের পরিবর্তে শেখ জামাল কিংস অ্যারেনায় খেলতে চেয়ে ফেডারেশনের চিঠি দেয়। আজ শুক্রবার (২৯ জুলাই) লিগ কমিটির সভায় আলোচনার পর ম্যাচটি কিংস অ্যারেনাতেই আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। 

মাঠে এখন আবাহনীর প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস। মাঠের পর আলোচনার টেবিলেও আজ প্রতিদ্বন্দ্বিতা ছিল দুই দলের মধ্যে। লিগ কমিটির সদস্য ও আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু জামালের ম্যাচটি কিংস অ্যারেনায় আয়োজন নিয়ে তার বক্তব্য ও যুক্তি তুলে ধরেছিলেন। সাধারণত স্বাগতিক দল ম্যাচ আয়োজনে অসমর্থতা প্রকাশ করলে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়। শেখ জামালের প্রতিপক্ষের ভেন্যুতে খেলার আবেদন মঞ্জুর হওয়ায় ভবিষ্যতে অনেক সময় এটি উদাহরণ হিসেবে অন্য ক্লাব ব্যবহার করার সম্ভাবনা তৈরি হলো।

আবাহনী আপত্তি করলেও সংখ্যাগরিষ্ঠতার মতামতে ম্যাচটি কিংস অ্যারেনাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা সভায় মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকি। সর্বসম্মতিক্রমে ম্যাচটি কিংস অ্যারেনাতেই হচ্ছে।’ আগামীকালই কিংসকে ট্রফি দেবে ফেডারেশন। পরের দিন গোপালগঞ্জে আবাহনী রানার্স আপ ট্রফি পাবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর জন্য বয়সভিত্তিক পর্যায়ের লিগ অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে অনূর্ধ্ব-১৮ ও চ্যাম্পিয়নশিপ লিগের জন্য অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক প্রতিযোগিতা হবে। আগস্ট মাসে খেলোয়াড় রেজিস্ট্রেশন চলবে আর সেপ্টেম্বরে শুরু হবে খেলা। এটি লিগ ভিত্তিক খেলা হবে।

চ্যাম্পিয়নশিপ লিগের কয়েকটি ম্যাচে পাতানো খেলার অভিযোগ উঠেছে। সেই পাতানোর তদন্তের অগ্রগতি সম্পর্কে মুর্শেদী বলেন, ‘দুই দিন আগেও তারা সভা করেছে। সেই সভার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে দেবে কয়েক দিনের মধ্যে। এরপর বিষয়টি নির্বাহী কমিটিতে উঠতে পারে।’

২ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হচ্ছে। এর পরের মৌসুমের পরিকল্পনা করতে কয়েক দিনের মধ্যে আরেক সভা বসার কথা বললেন সালাম মুর্শেদী,‘ এক মাস বিশ্বকাপ রয়েছে। এই সময়ে খেলা আয়োজনে আমরা আগ্রহী নই। ক্লাবগুলোর সঙ্গে কয়েক দিনের মধ্যে আলোচনা করে পরবর্তী মৌসুমের পরিকল্পনা করব।’ 

এজেড/এইচএমএ