সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-১ গোলে হারায়। এই জয়ে টানা তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনালে এক পা দিয়ে রেখেছে।

ভারত আজ শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্টের খাতা খুলেছে। ভারত পরের দুই ম্যাচে মালদ্বীপ ও নেপালকে হারালে স্বাগতিকদের নয় পয়েন্ট হবে। আর শেষ ম্যাচে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারে সেক্ষেত্রেও নেপালেরও নয় পয়েন্ট থাকবে। তিন দলের সমান নয় পয়েন্ট হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেড ধরা হবে। হেড টু হেডে তিন দলেরই একটি করে জয়-পরাজয় থাকবে। তখন এই তিন দলের মধ্যে গোল ব্যবধান বিবেচনা হবে। তিন দলের মধ্যে গোল ব্যবধান সমান থাকলে তখন পরবর্তী ধাপ ব্যবহার করে দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। নেপাল ও ভারতের ম্যাচে যদি ভারত পয়েন্ট হারায় সেক্ষেত্রে এক ম্যাচ আগে থাকতেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে।

আজকের ম্যাচে জয়ের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রথমার্ধেই। ৪-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে যায়। প্রথম ম্যাচের জয়সূচক গোলদাতা মিরাজুল এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। ম্যাচের ১৮ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে মালদ্বীপে ম্যাচে ফেরার চেষ্টা করে। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়। টুর্নামেন্টে এটি তাদের প্রথম গোল ছিল। এরপর আর সেভাবে গোলের জন্য আক্রমণ করতে পারেনি তারা। ভারতের বিপক্ষে জোড়া গোলদাতা পিয়াস আহমেদ নোভা কয়েকটি গোলের সুযোগ মিস করেন। মিরাজুলও ব্যর্থ হয়েছেন দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে। ফলে ৪-১ গোলের স্কোরলাইন নিয়ে শেষ হয় খেলা। 

এজেড/এইচএমএ