তিন ম্যাচে সাত গোল করেছেন বাংলাদেশের যুবারা। সাত গোলের মধ্যে চার গোলই মিরাজুল ইসলামের। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের জয়ের নায়ক।

মালদ্বীপের বিপক্ষে আজ হ্যাটট্রিকের পর এই ফুটবলার বলেন, ‘ভালো লাগছে হ্যাটট্রিক করে দেশকে কিছু দিতে পেরে।’ দুই ম্যাচে দিয়েই থামতে চান না তিনি, ‘দেশকে আরো কিছু দিতে চাই। বিশেষ করে ফাইনালে ভালো কিছু করে দেশবাসীকে উপহার দিতে চাই।’ নিজে গোল করলেও গোল করানোও উপভোগ করেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ পল স্মলি মিরাজের প্রশংসা করেছেন, ‘সে অত্যন্ত মেধাবী ফুটবলার। সে তার মেধার স্বাক্ষর রাখছে।’

বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচ খেলেছে। ৩১ জুলাই বাংলাদেশের কোনো খেলা নেই। ২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ জুলাই ভারত পয়েন্ট হারালে বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত হবে।

এজেড/এইচএমএ