পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে বিরাট আলোচনার জন্মই দিলেন কিলিয়ান এমবাপে আর দলের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। জলবায়ু পরিবর্তন বিষয়ে পিএসজির ভূমিকা নিয়ে করা হয়েছিল প্রশ্নটা, এর উত্তরে পিএসজি কোচ দিলেন ঠাট্টাভরা এক উত্তর। এরই ফলে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগেই চলে এসেছে আলোচনায়।

আজ রাতে জুভেন্তাসের মুখোমুখি হবে পিএসজি। এর আগে সংবাদ সম্মেলনে ফরাসি এক সাংবাদিক পিএসজি কোচকে জিজ্ঞেস করেছিলেন, জলবায়ু পরিবর্তনে আরও বেশি ভূমিকা রাখা থেকে বিরত থাকতে পিএসজির আরও বেশি ট্রেন ভ্রমণ করা উচিত কি না।

আরও পড়ুন>> ট্রান্সজেন্ডার মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমবাপে

এই প্রশ্নের পর কোচ গালতিয়ের এমবাপের দিকে তাকান, আর ফরাসি তারকা এমবাপে ততক্ষণে রীতিমতো হেসে কুটিকুটি। এর কয়েক সেকেন্ড পর নিরবতা ভেঙে কোচ গালতিয়ের বলেন, ‘এমন প্রশ্ন পেতে যাচ্ছি, এমনটা মনে হয়েছিল আমার।’

উত্তরটা যে বিদ্রুপাত্মক, সেটা বোঝা গেল পরের কথায়। গালতিয়ের বললেন, ‘আপনাকে সত্যি কথাটাই বলি। যারা আমাদের যাত্রার দেখাশোনা করে, সে কোম্পানির সঙ্গে কথা হচ্ছিল আজ সকালেই। আমরা স্যান্ড ইয়টে করে যেতে পারি কি না, সেটার চেষ্টাও করছি।’

আরও পড়ুন>> মেসি-এমবাপেকে ম্লান করে দিয়ে কথা রাখছেন নেইমার

স্যান্ড ইয়ট মূলত মরুভূমির বাহন। গাড়ির ওপর পাল তোলা থাকে, বাতাসের তোড়েই গাড়িটা এগিয়ে চলে। দলের বাহন হিসেবে এটা ব্যবহারের চেষ্টা করছে পিএসজি, কোচ গালতিয়ের যে বিষয়টা ঠাট্টা করেই বলেছেন, সেটা আর বুঝতে বাকি ছিল না এই কথার পর।

মূলত সেই সাংবাদিকের প্রশ্নটা ছিল পিএসজির সবশেষ সফরে বিমান ব্যবহার সম্পর্কিত। নঁতে থেকে পিএসজির দূরত্ব খুব বেশি নয়, ট্রেনে মাত্র ২ ঘণ্টার সফর। তবু পিএসজি সেই ম্যাচে বিমানেই যাত্রা করে। সেই যাত্রার ভিডিও আবার মার্কো ভেরাত্তি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ফরাসি জনগন বিষয়টি ভালোভাবে নেয়নি। পিএসজি বিমান ব্যবহার এড়িয়ে জলবায়ু পরিবর্তনে একটু কম অবদান রাখতে পারত কি না, এই প্রশ্নও তুলেছে স্থানীয় জনগন।

আরও পড়ুন>> এমবাপেকে কেউ বলে দাও, তার বয়সে মেসির ৪টা ব্যালন ডি’অর ছিল

সেই প্রেক্ষিতেই পিএসজি কোচকে গত রাতে এই প্রশ্নটা করেছিলেন সাংবাদিক। তবে গালতিয়ের এই প্রশ্নের জবাব দিয়েছেন তির্যকভাবে। এরপর বিতর্কের আগুনে ঘি পড়েছে আরও একটু। পিএসজি কোচকে একহাত নিয়েছেন খোদ ফরাসি ক্রীড়া মন্ত্রী আমেলি ওদেয়া-কাস্তেরা। তিনি টুইটারে লিখেছেন, ‘জনাব গালতিয়ের, আপনার কাছে আরও যথার্থ আর দায়িত্বপূর্ণ উত্তর আশা করেছিলাম আমরা। এটা নিয়ে কি আমাদের কথা বলতে হবে?’

তার এই মন্তব্যের ফলে এখন বোঝাই যাচ্ছে, বিষয়টা নেহায়েত ঠাট্টায় সীমাবদ্ধ নেই আর। এখন এই বিষয়ে পিএসজি এমবাপে-গালতিয়েরকে কাঠগড়ায় তোলে কি না, সেটাই এখন দেখার বিষয়।

এনইউ