জামালদের প্রতিপক্ষ কোচ হোন্ডা
বাংলাদেশের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা সঙ্গে কোচ কিসুকি হোন্ডা
কিসুকি হোন্ডা জাপানের সাবেক তারকা ফুটবলার। জাপানের জার্সিতে ৯৮টি ম্যাচ খেলে ত্রিশটির বেশি গোল করেছেন এই ফরোয়ার্ড। জাপানের এই ফরোয়ার্ড এখন কম্বোডিয়া জাতীয় দলের কোচ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কম্বোডিয়ায় রয়েছে। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এর আগে গতকাল সোমবার একটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলেছে। সেই ম্যাচে ডাগ আউটে হোন্ডাকে দেখেছেন জামাল ভূঁইয়ারা।
বিজ্ঞাপন
প্রতিপক্ষ দলের কোচ হলেও হোন্ডা এশিয়ার অন্যতম তারকা ফুটবলার। তাই প্রতিপক্ষ কোচের হিসেব ভুলে একজন এশিয়ান তারকা হিসেবে তার সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশ দলের অনেকেই। হোন্ডাও বিষয়টি দারুণ উপভোগ করেছেন।
হোন্ডা জাপানী লিগ ছাড়াও এসি মিলান, সিএসকেএ মস্কোর মতো বড় ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও জাপানের হয়ে গোল করেছেন তিনি। বিশ্বকাপে এশিয়ান খেলোয়াড়দের মধ্যে তার গোলই সর্বোচ্চ। বেশি গোল ছাড়াও আরেকটি রেকর্ড রয়েছে তার। টানা তিন বিশ্বকাপে গোল এবং এসিস্ট তিনি ছাড়া অন্য কোনো এশিয়ানের নেই।
বিজ্ঞাপন
২০১৮ সালে খেলোয়াড় থাকাবস্থাতেই হোন্ডা কম্বোডিয়ার দায়িত্ব নেন। গত তিন বছরের বেশি সময় তিনি কম্বোডিয়া দলের সঙ্গে কোচ হিসেবে রয়েছেন।
এজেড/এটি