বড় মঞ্চে বড় লক্ষ্য কিংসের
ঘরোয়া লিগে বসুন্ধরা কিংস শুরুর তিন আসরেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ঘরোয়া ফুটবলে নবাগত দলটির লক্ষ্য ছিল দেশের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন। এএফসি কাপে সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অস্কার ব্রজন।
টানা দুই বার এএফসি কাপে ব্যর্থ হওয়ার পরেও কিংস কর্তৃপক্ষ অস্কারের উপরেই আস্থা রেখেছে। আসন্ন এশিয়ার আন্তর্জাতিক মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলার সম্ভাবনা আছে কিংসের। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কারের চোখ সেদিকেই, ‘আমরা গত দুই বারই গ্রপের সেরা হওয়ার কাছে ছিলাম। নানা কারণে পারিনি। আমাদের ব্যর্থ বললে সঠিক হয় না বিষয়টি। আমরা চেষ্টা করব এবার চ্যাম্পিয়ন্স লিগে উঠে আরো ভালো কিছু করার জন্য।’
বসুন্ধরা কিংসের তারকা ফুটবলার তপু বর্মণেরও আছে আন্তর্জাতিক মঞ্চে কিছু করে দেখানোর দৃঢ়তা, ‘আমরা এবার এএফসিতে ভালো কিছু করতে চাই। সেই লক্ষ্যে আমাদের দল প্রস্তুত করা হয়েছে।’ গত মৌসুমে কিংসে থাকা ২০ জন ফুটবলার এবারও রয়েছেন। নতুন নয় জন অর্ন্তভূক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশ সেখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না। বসুন্ধরা কিংসকে প্লে অফ খেলতে হবে। পাশাপাশি এই স্তরে খেলার জন্য ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করতে হবে।
গত মৌসুমে বসুন্ধরা কিংস লিগ শিরোপা জিতলেও কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। স্বাধীনতা কাপে আবাহনীর কাছে হেরে রানার্স আপ। কমলাপুর টার্ফ বর্জন করায় ফেডারেশন কাপ খেলেনি বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
এবার টুর্নামেন্টেও শিরোপা জেতার বিশেষ লক্ষ্য কোচের, ‘আমরা টুর্নামেন্টও জিততে চাই।’ স্বাধীনতা কাপ মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ এবং কুমিল্লা এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মৌসুম শুরুর আগেই কিংসের কোচ মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, ‘আমরা গ্রুপের চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে মুন্সিগঞ্জে। অন্য দুই ভেন্যুর তুলনায় এই মাঠ সুযোগ-সুবিধায় পিছিয়ে।’
মুন্সিগঞ্জ মাঠে ঘাস কম, অসমতলতা নিয়ে বিগত মৌসুমেও অনেক কথা হয়েছে। যদিও বসুন্ধরা কিংস এই মুন্সিগঞ্জেই তাদের হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছে। এবার স্বাধীনতা কাপে লটারির মাধ্যমে ভেন্যু বন্টন হয়েছে।
গত বছর লিগের সময় মুন্সিগঞ্জের ড্রেসিংরুম নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। এবার সেদিক নিয়ে কাজ শুরু করছে বাফুফে, ‘আজ থেকে স্বাধীনতা কাপের বাছাই শুরু হচ্ছে। আমরা মুন্সিগঞ্জ সহ অন্য মাঠ নিয়েও কাজ করছি। প্রয়োজনীয় অন্যান্য কাজও করব। বৈদ্যুতিক কাজ করতে হলে জাতীয় ক্রীড়া পরিষদের সাহায্য প্রয়োজন। আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি’ বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
এজেড/এনইআর