চলতি মাসের শেষদিকে কাতারে বসবে এবারের ফুটবল বিশ্বকাপ। বিশ্ব আসরের মঞ্চ কাঁপাতে আর কয়েকদিনের মধ্যেই মরুভূমির দেশটিতে পাড়ি জমানো শুরু করবেন বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা। বড় মঞ্চে তাদের উৎসাহ জোগাতে সঙ্গী হবেন অনেকেরই স্ত্রী এবং প্রেমিকা। 

এবারের ফুটবল বিশ্বকাপে নিজেদের স্ত্রী এবং প্রেমিকাকে নিয়ে আসছেন ইংল্যান্ডের প্রায় সব ফুটবলারই। তবে খেলোয়াড়দের সাথে থাকতে পারবেন না তারা। এমনকি ইংল্যান্ডের কোনো হোটেলেও থাকার ব্যবস্থা হয়নি তাদের। বিশেষ প্রমোদতরীতে থাকবেন ফুটবলারদের সঙ্গীনীরা।

এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা নামক আস্ত এক প্রমোদতরীতে থাকবেন ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা। বিনোদনের সব রকম রসদ থাকছে বিলাসবহুল প্রমোদতরীটিতে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাতাদের দোহা বন্দরে নোঙর করা থাকবে জাহাজটি।  সেখানেই বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।

তবে ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারাই শুধু থাকছেন না সেখানে। তাদের সন্তান এবং পরিবারের অন্য সদস্যরাও প্রমোদতরীতে থাকতে পারবেন। ১১৪৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ জাহাজে বাচ্চাদের জন্য একাধিক বিনোদনের ব্যবস্থা রয়েছে। খেলাধুলার মধ্যে রয়েছে বাস্কেটবল, বাম্পার কার, রোলার ডিস্কো রিঙ্ক খেলার ব্যবস্থা। 

ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের বিনোদনেরও বেশ খেয়াল রেখেছে কর্তৃপক্ষ। প্রমোদতরীতে রয়েছে একাধিক সেলুন, বুটিক, রেস্তরাঁ ও পানশালা। কাতারে মদ্যপান নিয়ে কড়াকড়ি থাকলেও এ প্রমোদতরীতে নিশ্চিন্তে মদ্যপান করতে পারবেন তারা। 

প্রমোদতরীটির প্রতিটি কেবিনে ডবল বেড ও বাঙ্কের ব্যবস্থা রয়েছে, সেখানে অনায়াসে চার জন ভাল ঘুমোতে পারবেন। কিন্তু এই কেবিনে ন্যূনতম চার রাত কাটাতে হলে রাতপিছু খরচ পড়বে ৫৫ হাজার ৭৪৭ টাকা। রয়েছে আরও বিলাসবহুল কেবিনও।

বিশ্বকাপ চলাকালীন এ জাহাজে যেতে পারবেন না ফুটবলাররা। বিশ্বকাপে ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডে ফুটবলাররা থাকবেন দোহার কাছে ‘সুক আল ওয়াকরা’ হোটেলে। একই জায়গায় থাকবেন দলের কোচ, কর্মীরাও। 

এনইআর