ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ নতুন কিছু নয়। শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পাতানো খেলার বিস্তার। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে পাতানো খেলার জন্য দুই ক্লাব শাস্তিপ্রাপ্ত হয়েছে। পাতানো প্রমাণিত হলেও সেই দুই ক্লাব তেমন কঠিন শাস্তি পায়নি। 

পাতানো খেলার অভিযোগের ভিত্তিতে বাফুফে পাতানো খেলা শনাক্তকরণ কমিটি তদন্ত করে। তারা নানা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত রিপোর্ট প্রদান করে। সেই রিপোর্টের আলোকে ডিসিপ্লিনারী কমিটি সিদ্ধান্ত নিয়েছে। 

বিজি প্রেস ও খিলগাঁও ফুটবল একাডেমির মধ্যকার অনুষ্ঠিত ম্যাচের ফলাফল বাতিল হয়েছে। পাশাপাশি ওই দুই দলের অর্জিত পয়েন্ট থেকে ৩ পয়েন্ট কাটা হয়েছে। পয়েন্ট কাটার পাশাপাশি ২ দলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা এক মাসের মধ্যে প্রদান করতে হবে। 

পাতানো খেলায় জড়িত ২ ক্লাবের কর্মকর্তা ও জড়িত খেলোয়াড়দের ৬ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ফুটবলের সকল কর্মকান্ড থেকে। এই দুই দলের বাইরে জড়িত ইস্ট এন্ড ক্লাবের প্রশিক্ষককে এক বছর নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। 

বাফুফে অনূর্ধ্ব-১৮ লিগ না খেলায় আর্থিক শাস্তি দেয়া হয়েছে উত্তর বারিধারা ও সাইফ স্পোর্টিং ক্লাবকে। সাইফকে ১৫ লাখ ও বারিধারাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা অ-১৮ লিগে অংশ না নেয়ায় এই জরিমানার মধ্যে পড়েছে। 

এজেড/এনইআর