ছবি: ঢাকা পোস্ট

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের বড় হল রুম হয়ে উঠল যেন দেশের ক্রীড়াঙ্গনের এক অংশ। সাবেক ক্রিকেটার, ফুটবলার, হকি খেলোয়াড়রা ফিরে গেলেন তাদের সময়ে। 

খানিক পরই ভোটাভুটি। ভোটের লড়াই মানে পক্ষ-বিপক্ষ। ভেদাভেদ সরিয়ে ঐক্যের মোহামেডান স্পোর্টিং ক্লাব দেখার প্রত্যয় সাবেক জাতীয় ক্রিকেটার সেলিম শাহেদের, ‘আমার ক্যারিয়ারের অনেক বড় ভূমিকায় মোহামেডান ক্লাব। আজ (শনিবার) নির্বাচন হলেও অনেক দিন মোহামেডানের সবাই এক সাথে হতে পারায় ভালো লাগছে।’

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ শনিবার এজিএমে অংশ নিয়ে ফিরে গেলেন আশির দশকে, ‘ক্লাবের অনেক পুরনো ও সিনিয়র সংগঠকদের সঙ্গে দেখা হলো। হেলাল ভাইয়ের (আনোয়ারুল হক হেলাল) সঙ্গে অনেক স্মৃতি।  অনেক দিন পর দেখা হওয়ায় সেগুলো পুনরায় আবার চাঙা হলো। ক্রিকেটার হলেও অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক ছিল সেই সময়। আমরা ক্লাবে অনেক সময় কাটাতাম। ফুটবল, হকির খেলোয়াড়দের সঙ্গেও ছিল বন্ধুত্ব।’

সাদা কালো জার্সি গায়ে অনেক দিন ফুটবল খেলেছেন শফিকুল ইসলাম মানিক ও সাইফুল বারী টিটু। দুজনেই ক্লাবের স্থায়ী সদস্য হওয়ায় এসেছিলেন বার্ষিক সাধারণ সভায়। দুই জন এখন দু'দলের কোচ হলেও মোহামেডানকে ধারণ করেন অন্তরের অন্তস্থলে। শফিকুল ইসলাম মানিক বলেন, ‘ফুটবল ক্যারিয়ারের স্বর্ণালী সময় মোহামেডানের হয়ে। পেশাগত কারণে অন্য ক্লাবের দায়িত্বে থাকলেও মোহামেডান আগের স্থানে থাকুক সেই কামনা করি।’

আব্দুস সালাম মুর্শেদী এখন সংসদ সদস্য, দেশের বিশিষ্ট শিল্পপতি। এত পরিচয়ের মধ্যে মোহামেডানের সালাম বলতে আলাদা গর্ব বোধ করেন, ‘আশির দশকে আমার চেয়ে অনেক ভালো মানের ফুটবলার ছিল। এরপরও আমার করা ২৭ গোল এবং মোহামেডানের কারণেই সালাম হতে পেরেছিলাম।’

বার্ষিক সাধারণ সভায় তরুণদের মতো ছিলেন প্রবীণরাও। প্রতাপ শঙ্কর হাজরা, জাকারিয়া পিন্টুদের সাথে মোহামেডানের সম্পর্ক ৬০ বছরের কাছাকাছি। দুজনেই এবার নির্বাচনে অংশ নেননি। দু'জনের আশা একই, ‘আমরা আমৃত্যু মোহামেডানের সাথেই থাকব। কমিটিতে না থাকলেও আমরা ক্লাবের মঙ্গলের জন্য কাজ করে যাব।’

মোহামেডানের ফুটবল দলের বৃটিশ কোচ শেন লিও এই সৌহার্দ্য পরিবেশ উপভোগ করলেন, ‘এই ক্লাবটি পরিবারের মতো। সেটা আগে বুঝেছি, তবে আজ আরও বেশি অনুধাবন করলাম।’

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ মোহামেডানের স্থায়ী সদস্য। তিনি অবশ্য এজিএমে উপস্থিত হতে পারেননি। 

এজেড/এটি/টিআইএস