জয়ে প্রথম পর্ব শেষ চট্টগ্রাম আবাহনীর
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারায়। জয় দিয়েই লিগের প্রথম পর্ব শেষ করল চট্টগ্রাম আবাহনী। এই জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে সমান ম্যাচ খেলা মুক্তিযোদ্ধা।
ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত চট্টলার দলটিকে আটকে রেখেছিল মুক্তিযোদ্ধা। ব্রাজিলের নিক্সন রোচা ব্রাজিলোরার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মারুফুল হকের দল।
বিজ্ঞাপন
অর্থ সংকটে এবারের লিগে দল গড়াই দায় হয়ে পড়েছিল মুক্তিযোদ্ধার। দলের অধিনায়ক ও জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো এবং পৃষ্ঠপোষকদের সহায়তায় কোনোরকমে খেলতে নেমেছে তারা। তারপরও দুটি জয়ে অবনমনের শংকায় রয়েছে মুক্তিযোদ্ধা। সে তুলনায় ভালো দল চট্টগ্রাম আবাহনী। এ পর্যন্ত পাঁচটি ম্যাচে জিতেছে তারা।
আগামীকাল রোববার প্রথম পর্বের শেষ ম্যাচ। শেষ ম্যাচে শেখ জামাল মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিংয়ের। দিনের একমাত্র ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকেল চারটায়।
বিজ্ঞাপন
আগামীকাল রোববার লিগ কমিটির সভা রয়েছে। লিগ কমিটির সভায় দ্বিতীয় লেগ শুরু, মধ্যবর্তী দলবদল নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এজেড/এটি/টিআইএস/এমএমজে