চলতি কাতার বিশ্বকাপে গেলবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দলে এবারো নেই তারকার অভাব। যদিও ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পল পকবা, করিম বেনজেমার মতো তারকা ফুটবলাররা। তবে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যদিও একটু পেছনের সারির দল তারা। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় 'ডি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দু'দল। এর আগে অজি গোলরক্ষক ম্যাট রায়ান অবশ্য এসব সমীকরণ মাথায় রাখছেন না। 

২০১৮ বিশ্বকাপে ১-১ গোলে ড্র থাকা অবস্থায় শেষ মুহুর্তের আত্মঘাতী গোলে ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে অজি গোলরক্ষক রায়ান সেই কথা মনে করিয়ে জানালেন গেল রাশিয়া বিশ্বকাপেও ফ্রান্সের সাথে আমরা ভালো খেলেছিলাম, দুর্ভাগ্যজনক হেরে গিয়েছিলাম ম্যাচটা।

এ নিয়ে রায়ান বলেন, 'সেবার আমরা (রাশিয়া বিশ্বকাপে) ফ্রান্সের বিপক্ষে দারুণ এক সুযোগ পেয়েছিলাম। কিছুটা দুর্ভাগ্যও বলতে হয় (ম্যাচ হারায়)। তবে সেদিন একটা বিষয় শিখেছি যে, প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিতে হবে কিন্তু ভয় পাওয়া চলবে না।'

ফ্রান্সের তারকা কয়েকজন ফুটবলার দলে না থাকলেও রয়েছেন কিলিয়ান এমবাপে, গ্রিজম্যানদের মতো বিশ্বসেরা তারাকারা। তবে অজিরা এসব তারকাদের দেখে আতঙ্কিত না হয়ে বরং নিজেরা ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে গোলরক্ষক রায়ান বললেন, 'আমরা ভীষণ ভালো একটি দলের দুর্দান্ত ফুটবলারদের বিপক্ষে খেলব। কিন্তু তারাও আমাদের মতন মানুষ। কাজেই জেতার ভালো সম্ভাবনাই আছে আমাদের।'

এসএইচ