গোল না করেও ইরানের জয়ের নায়ক তারেমি
ইরানের বিপক্ষে ওয়েলসের লড়াইটা হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক। বারবার সুযোগ হারিয়ে গোলশুন্য ড্রয়ের দ্বারপ্রান্তে যখন দুদল, তখনই ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় ইরান। এশিয়ার পরাশক্তি দলটির এমন জয়ে কোনো গোল ছিল না মেহেদী তারেমির। কিন্তু গোল না পেয়েও ম্যাচজয়ের নায়ক বনে গেছেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড।
আহমেদ বিন আলী স্টেডিয়ামে গ্রুপ বি এর ম্যাচে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইরান। ইরানিদের হয়ে দুই গোল করেছেন রুজবে চেশমি ও রেজাইয়ান।
বিজ্ঞাপন
ফিফা র্যাংকিংয়ে ১৯-২০ নম্বরে থাকা দুদলের ম্যাচটা জমেছিল বেশ। তবে প্রথমার্ধের গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ইরান। একের পর এক আক্রমণে গ্যারেথ বেলদের রক্ষণে ভীতি ছড়ায় ইরানিরা। আর এই আক্রমণগুলোর অন্যতম কারিগর ছিলেন তারেমি।
ম্যাচে ফরোয়ার্ড লাইন থেকে শুরু করে পুরো মিডফিল্ডটা একাই সামলেছেন তারেমি। খেলেছেন পুরো ৯০ মিনিটই। চাপের পজিশনে খেলেও ২৩টি পাসের মধ্যে ১৫টিই দিয়েছেন ঠিকঠাকভাবে। এছাড়া গোল না করলেও রেজাইয়ানের গোলে অবদান রেখেছেন তিনি।
ম্যাচের একদম শেষ বাঁশি বাজার আগেও নিজে শট না নিয়ে সতীর্থদের উঠে আসার অপেক্ষায় থাকেন তারেমি। তার কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন রেজাইয়ান।
বিজ্ঞাপন
নিজেও গোলে শট নিয়েছিলেন একবার। তবে লক্ষ্যে রাখতে পারেননি সে শট। দলের প্রয়োজনের সময় দিয়েছেন ৮টি পাস। তারেমির এই ছোট ছোট অবদানগুলোই কাতার বিশ্বকাপে ইরানকে প্রথম জয় তুলতে বিরাট ভূমিকা রেখেছে।