নারী ফুটবলেও বসুন্ধরার হ্যাটট্রিক
শুক্রবার ছুটির দিনেও কমলাপুর স্টেডিয়ামে জটলা। বসুন্ধরা কিংসের জার্সি পড়ে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। বাদ্যযন্ত্র বাজাচ্ছেন অনেকে। বসুন্ধরা কিংস ২-০ গোলে আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লিগের চ্যাম্পিয়ন হয়েছে। আর তাতে পুরুষ ফুটবলের মতো নারী ফুটবল লিগেও বসুন্ধরা কিংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। নারী লিগের তিন আসরে বসুন্ধরা কিংস কোনো ম্যাচে হারেনি।
নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে জয়ী দল লিগ চ্যাম্পিয়ন হবে এই ছিল সমীকরণ। ম্যাচটি ড্র হলে দুই দলের পয়েন্ট সমান হতো, তখন লিগ শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হতো। ম্যাচটি সেই দিকে এগিয়ে যাচ্ছিল। ৮১ মিনিট পর্যন্ত ছিল গোলশুন্য।
বিজ্ঞাপন
৮২ মিনিটে কর্ণার থেকে শিউলি আজিম গোল করে কিংসকে আনন্দর উপলক্ষ এনে দেন। আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ভালোই রক্ষণ করছিল। গোলের সুযোগ পেলেও তারা ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে শামসুন্নাহার সিনিয়র গোল করলে বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হয়।
নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য। জাতীয় দলের একাদশ পুরোটাই কিংসে। আতাউর রহমান কলেজে রয়েছে কয়েকজন। লিগের একমাত্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচ এটিই। কাগজে কলমে আতাউর রহমান পিছিয়ে থাকলেও আজ ৮০ মিনিট পর্যন্ত ভালোই লড়াই করেছিল।
বিজ্ঞাপন
এজেড/এনইআর