বাংলাদেশের ঘরোয়া ফুটবলে চলতি মৌসুম নতুন আঙ্গিকে গড়াচ্ছে। ইউরোপিয়ান আদলে লিগের মাঝামাঝি চলছে ফেডারেশন কাপের খেলা। শুক্র-শনি লিগ আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা। 

ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন কোচিং করাচ্ছেন শফিকুল ইসলাম মানিক। সাবেক এই ফুটবলার ও মোহামেডানের কোচ বলছেন, ‘এই উদ্যোগটা দারুণ হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করি সামনেও ভালো হবে।’

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ মারুফুল হকও বর্তমান এই সিস্টেম দারুণ উপভোগ করছেন, ‘খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছে। কোচরাও দুই প্রতিযোগিতার জন্য আলাদাভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। কোচদের জন্য চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জ নিতেই হবে।’ 

বর্তমান সূচি অনুযায়ী লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ এবং ফেডারেশন কাপের নক আউট প্রায় কাছাকাছি সময়ে পড়বে। এতেও সমস্যা দেখছেন না মারুফুল হক, ‘একটানা ৫-৬ টি বিগ ম্যাচ খেলার অভ্যাস ফুটবলারদের রয়েছে। ফলে এখানে সমস্যা হবে না।’

হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজন আগের মৌসুমের চেয়ে এই মৌসুমকে আশীর্বাদ হিসেবে দেখছেন, ‘এক মাসের মধ্যে দুই টুর্নামেন্ট খেলা ফুটবলারদের জন্য অসম্ভব চাপের। এর ফলে অনেক ফুটবলার ইনজুরিতে পড়েছে। এবার ফুটবলারদের বিশ্রাম দিয়ে খেলানো যাবে। লিগে ইনজুরির প্রভাব পড়বে না।’ 

ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে ছোট দলগুলো ফাইনাল খেলে চমকে দিত। এক-দুই সপ্তাহের টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিত। এবার নতুন পদ্ধতিতে ফেডারেশন কাপ হবে চার-পাঁচ মাস সময় নিয়ে। ফলে ছোট দলগুলোর টুর্নামেন্টে সফল হওয়ার সম্ভাবনা কমল। এই প্রসঙ্গে দেশের অন্যতম সিনিয়র কোচ শফিকুল ইসলাম মানিকের বক্তব্য, ‘এই পদ্ধতিতে যোগ্য দলই চ্যাম্পিয়ন হবে।’ দেশের আরেক শীর্ষ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু ঘরোয়া ফুটবলের বিবর্তন নিয়ে কোনো মন্তব্য করেননি। 

এজেড/এনইআর