ঘরোয়া ক্রীড়াঙ্গনে রেফারিং, আম্পায়ারিং নিয়ে অভিযোগ বিস্তর। বিশেষ করে গত ফুটবল মৌসুমে রেফারিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। রেফারিংয়ের মান উন্নয়নের জন্য বাফুফে ভারত থেকে রেফারিং বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে।

ভারতের সাবেক ফিফা রেফারি গৌতম করের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে বাফুফে। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশের রেফারিং নিয়ে সামগ্রিকভাবে কাজ করবেন। ভারতীয় এই রেফারি এর আগে ভারত, নেপাল, ভূটানের রেফারিজ ডাইরেক্টর ছিলেন। 

আজ বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক ফিফা রেফারি। বাংলাদেশের রেফারিং উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি রেফারিজ বিভাগে বেশি ফোকাস করতে চাই এর মাধ্যমে বাংলাদেশে গুণগত ও সংখ্যাগত রেফারির বহিঃপ্রকাশ ঘটবে ভবিষ্যতে।’
 
রেফারিজ বিভাগে হেড অফ রেফারিজ হিসেবে কাজ করছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি আজাদ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের এই কর্মকর্তার মাধ্যমেই মূলত বাংলাদেশের রেফারিংয়ের বিভিন্ন বিষয় তিনি ভালোমতো জানবেন। রেফারি এসেসর, ম্যাচ কমিশনার হিসেবে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছিলেন গৌতম। বাংলাদেশের ফুটবল সম্পর্কে খানিকটা ধারণা রয়েছে এই রেফারি বিশেষজ্ঞের।

এজেড/এনইআর