এমবাপের চোট : পিএসজির চেয়ে মাথাব্যথা বেশি বায়ার্নের!
মেসি, নেইমার ও এমবাপে ত্রয়ী যে কোনো দলের রক্ষণভাগে ত্রাস ছড়াতে অভ্যস্ত। তাই স্বাভাবিকভাবেই মাঠে নামার আগে বিপক্ষ দল এ তিনজনের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজায়। কিন্তু তিন তারকার একজনও যদি কোনো কারণে ছিটকে যান, সেটি বিপক্ষ দলের জন্য আশীর্বাদ হওয়ার কথা। কিন্তু এবার ঘটেছে তার ব্যতিক্রম!
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আসন্ন ম্যাচে কিলিয়ান এমবাপে থাকবে না বলে বিবৃতিতে জানিয়েছে পিএসজি। কিন্তু এ খবরটি বিশ্বাস করতে চান না বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসমান।
বিজ্ঞাপন
এমবাপের চোটে পড়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে নাগলসমান বলছেন, ‘আমি জানি না, তার কী হয়েছে। তবে আমি আশা করছি, সে খেলবে। তারা তাদের ওয়েবসাইটে খুবই অস্পষ্টভাবে লিখেছে—তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকবে সে। যদি তার চোট জটিল না হয়, তবে আমার মনে হয় না সে ম্যাচ মিস করবে।’
বায়ার্ন কোচ আরও বলেন, ‘সে খেলছে এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নেব। যদি মারাত্মক চোট না হয়, তবে সে মাঠে থাকবে না, সেটা এখন বলা অনেক দূরের ব্যাপার। এটি পিএসজি কোচ গালতিয়েরের ‘মাইন্ড গেম’ হতে পারে। আমরা সেই ফাঁদে পা দিতে চাই না।’
বিজ্ঞাপন
এর আগে ফরাসি লিগ ‘আ’তে মঁপেলিয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ২১ মিনিটে মাঠ ছাড়েন এমবাপে। প্রথমে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। কিন্তু পরে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, আঘাতটা বেশ গুরুতর। এ কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড। একইসঙ্গে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে তার না খেলার বিষয়টিও নিশ্চিত করা হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারি ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও বায়ার্ন মুখোমুখি হবে। পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৫ গোল করেছেন এমবাপে। তাকে হারিয়ে বড় ধাক্কা খেলেও পিএসজির আশা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে ফিরবেন এমবাপে।
এএইচএস