ভারতীয় ক্লাবের অধিনায়ক বাংলাদেশের জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া আজ (সোমবার) কলকাতা মোহামেডানের হয়ে শেষ ম্যাচ খেলছেন। শেষ ম্যাচে জামালকে সম্মান জানাতে কলকাতা মোহামেডান কর্তৃপক্ষ জামালের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছে।
কলকাতা মোহামডোনের সাধারণ সম্পাদক দানিশ ইকবাল ঢাকা পোস্টকে বলেন, ‘সে বাংলাদেশ দলের অধিনায়ক। জাতীয় দলের হয়ে খেলতে যাবে। আমরা এজন্য তাকে আজ অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছি কোচের অনুমতি নিয়ে।’
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চার্চিল ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ খেলবে কলকাতা মোহামেডান। আই লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের এটি তৃতীয় ম্যাচ। এই ম্যাচে জামাল কলকাতা মোহামেডানের অধিনায়কত্ব করবেন। বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের বাইরের ক্লাবেও নেতৃত্ব দেওয়া বাংলাদেশের ফুটবলের জন্য বেশ বড় ঘটনা।
জামাল ভূঁইয়া আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে ১২ ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচেই খেলেছেন। একটি ম্যাচ ইনজুরির জন্য বাইরে ছিলেন। ফুটবলার ও ব্যক্তি জামালের পাশাপাশি নেতা জামালও বেশ সমাদৃত হয়েছেন কলকাতায়। হোসে জেভিয়ার বিদায়ের পর শঙ্করলাল চক্রবর্তী কলকাতা মোহামেডানের কোচের দায়িত্ব নেন। তিনি জামালকে দলের অন্যতম নেতা মনে করেন।
বিজ্ঞাপন
এজেড/এটি/এমএইচ