সাবিনাদের নিয়ে ভাবনায় সালাউদ্দিন
বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপন এখন সাবিনা-সানজিদারাই। বয়স ভিত্তিক ও জাতীয় দলে নারী ফুটবলাররা যে সাফল্য দিচ্ছেন এর বিপরীতে তাদের প্রাপ্তি একটু কমই। গত সেপ্টেম্বরে সাফ জয়ী নারী ফুটবলাররা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
জাতীয় ফুটবলাররা এখন মাসিক ভিত্তিতে হাজার দশেক ভাতা পেয়ে থাকেন। সাবিনাদের দাবি সেটা অর্ধ লক্ষ করার। এটা যৌক্তিকও মনে করেন বাফুফে সভাপতি, ‘তারা যেটা চেয়েছে খুব বেশি এবং এটা যৌক্তিকও। আমরা চেষ্টা করছি তাদের সর্বোচ্চটা দেয়ার।’ ৫০ হাজার না হলেও সাবিনাদের অন্তত ৩৫-৪০ হাজার করে দিতে চান সালাউদ্দিন।
বিজ্ঞাপন
বাফুফেতে আর্থিক সংকটের মধ্যে নারী ফুটবলারদের এত সম্মানী দেয়াটা কঠিনই মনে করছেন তিনি, ‘আমরা যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে একটি প্রস্তাবনা দিয়েছি। তারা সহায়তা করলে সহজই হবে। ’ ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরিত বাফুফের ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। সরকারের কাছ থেকে সাহায্য না পেলেও সাবিনাদের জন্য কিছু করবেন সালাউদ্দিন,‘ সরকারের কাছ থেকে পেলে তো ভালো। না হলে অন্য মাধ্যমেও কিছু করতে হবে।’
সম্মানী বৃদ্ধির পাশাপাশি সাবিনাদের খাবার ব্যয়ও বাড়বে। বর্তমান খাবার মেন্যুতে সাবিনাদের জন্য জনপ্রতি ৭০০ টাকা করে ব্যয় করে বাফুফে। এই খাবারে সন্তুষ্ট নন তারা। তাদের চাহিদামতো খাবারের জন্য বাফুফেকে ব্যয় করতে জনপ্রতি ১২০০ টাকা।
সম্মানী ,খাবার মানের পাশাপাশি সাবিনাদের তৃতীয় দাবি বুট। আরও উন্নতমানের বুট নিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে চান তারা। নারী ফুটবলারদের এই দাবিগুলো পূরণের চেষ্টা করছে বাফুফে।
বিজ্ঞাপন
ফুটবলারদের পাশাপাশি কোচিং স্টাফের সুবিধার বিষয়টিও ভাবনায় রয়েছে সালাউদ্দিনের, ‘খেলোয়াড়দের সুবিধা বাড়লে কোচদেরও বাড়বে নিঃসন্দেহে। কোচদের বিষয়ও আমার মাথায় আছে’।
এজেড/এনইআর