জামালকে কলকাতা মোহামেডানের বিদায়ী সংবর্ধনা, থাকছে চমক
জামাল ভুঁইয়া/ছবি: কলকাতা মোহামেডান
গেলেন, দেখলেন আর জয় করলেন! জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডান যাত্রার গল্পটা যেন এমনই। কলকাতার দলটিতে আধ মৌসুম খেলেই বনে গিয়েছিলেন দলের সেরা খেলোয়াড়, অধিনায়কও। এমন একজনকে তো বিদায় বেলায় সংবর্ধনা দেবেই মোহামেডান। হচ্ছেও তাই। বিদায় বেলায় কলকাতা মোহামেডানের কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন তিনি। ক্লাবটির সাধারণ সম্পাদক দানিশ ইকবাল জানালেন, এ অনুষ্ঠানে থাকবে চমকও।
বাংলাদেশের ফুটবল অধিনায়ক কলকাতার দলটির হয়ে আই লিগের শেষ ম্যাচ খেলে ফেলেছেন গেল সোমবার। দু’দিনের মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ছাড়ার কথা রয়েছে তার। এর আগে কলকাতা মোহামেডান আগামীকাল জামালকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিচ্ছে। তার আগে আজ সকালে সতীর্থরা তাকে বিদায় জানিয়েছে হোটেল ছাড়ার সময়।
বিজ্ঞাপন
কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক দানিশ ইকবাল ঢাকা পোস্টকে বলেন, ‘জামাল বাবলের বাইরে গেলেও এই দুদিন আমাদের তত্ত্বাবধানেই থাকবে। সামনে দেশের হয়ে খেলবে সে। বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে। এজন্য তাকে যথাসম্ভব নিরাপদ ও সুরক্ষায় রাখব তাকে। আমরা জামালকে আগামীকাল ক্লাব প্রাঙ্গণে একটা বিদায় সংবর্ধনা দেব।’ জামালের বিদায় অনুষ্ঠানের বাকি বিষয় গোপনীয় রাখলেন ক্লাবটির সাধারণ সম্পাদক, ‘জামালের বিদায় অনুষ্ঠানের কিছুটা চমক দেয়ার চেষ্টা চলছে। বাকিটা আগামীকালই দেখা যাবে।’
জামালের শেষ ম্যাচ বলে তাকে অধিনায়ক করেছিল ১৩০ বছরের ঐতিহ্যবাহী ক্লাব। জামালের অধিনায়কত্বে বড় জয়ের জন্যই কি বিদায় অনুষ্ঠান? উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘মোটেও না। আমাদের পুর্ব পরিকল্পনামতো হবে বিদায় অনুষ্ঠান। কোনো কারণে কাল নেতিবাচক ফল হলেও এ বিদায় আয়োজন করতাম আমরা।’
বিজ্ঞাপন
চার্চিল ব্রাদার্স আইলিগের অন্যতম সেরা দল। কালকের ম্যাচে মাঠে নামার আগে চার্চিল টেবিলে এককভাবে শীর্ষে ছিল। সেই চার্চিল দ্বিতীয়ার্ধে জামালদের সাথে দাড়াতেই পারেনি। ৪-১ গোলের বড় জয়ের জন্য জামালকে বড় কৃতিত্ব দিচ্ছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী, ‘সে দুর্দান্ত খেলেছে। তার শেষ ম্যাচে ভালো কিছু করার জন্য সবার মধ্যেই বাড়তি তাড়না ছিল।’
জামালকে কেন আগে অধিনায়ক করা হলো না এ নিয়ে খানিকটা আফসোসে পুড়ছেন দানিশ ইকবাল, ‘আমরা এবারই প্রথম চার্চিলকে হারালাম৷ এই জয়ে জামালের ভুমিকা অনেক। তাকে আরো আগে অধিনায়ক করলে হয়তে আমাদের অবস্থান আরো ভালো হতে পারতো।’
জামালকে কাল আনুষ্ঠানিক বিদায় দিলেও আগামীতেও সাদা কালো জার্সিতে চান ক্লাব সাধারণ সম্পাদক, ‘ভারতের অন্য যে কোনো ক্লাবের চেয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক একটু বেশিই মনে করি। অনেক দিন পর বাংলাদেশের কেউ আসল আমাদের ক্লাবে। জামাল এবারের জন্য কাল বিদায় দিলেও আগামীতেও খেলার প্রস্তাব দিব।’
বাংলাদেশ দল নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে ১৮ মার্চ দেশ ছাড়বে। ওই দিন জামালের ঢাকায় আসার কথা। এরপর ২২ মার্চ কাঠমান্ডুতে রওনা হবেন অধিনায়ক এমনটাই জানা গেছে। নেপাল ফুটবল ফেডারেশন সুত্রে জানা গেছে, ২৩ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলাদেশের ম্যাচ রয়েছে।
এজেড/এনইউ/এটি