প্লিজ, বোঝার চেষ্টা করুন
নেপালে ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে দল ঘোষণার দিনেই বলেছেন, নেপালের টুর্নামেন্ট ট্রফি জয়ের চেয়ে জুনের বিশ্বকাপ বাছাই ম্যাচগুলোই তার মূল লক্ষ্য।
আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে নেপাল সফরের আগে সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন কোচ জেমি। জাতীয় ফুটবল প্রীতি ম্যাচ, আমন্ত্রণমূলক টুর্নামেন্ট যেখানেই অংশগ্রহণ করুক ফুটবলপ্রেমীরা জয় উপহার চায়। জেমি তার অবস্থান ও লক্ষ্য ব্যাখ্যা করার পরেও টুর্নামেন্টে জয়-পরাজয় নিয়ে আলোচনা চলমান।
বিজ্ঞাপন
জেমির সহকারী আরেক ব্রিটিশ কোচ স্টুয়ার্ট ওয়াটকিস সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, ‘প্লিজ বোঝার চেষ্টা করুন। জুনে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। সেই তিন ম্যাচের প্রস্তুতির জন্যই আমরা নেপাল যাচ্ছি।’ জয়ের ব্যাপারটিও ব্যাখ্যা দিয়েছেন স্টুয়ার্ট, ‘একজন পেশাদার ফুটবলার ও কোচ প্রতিটি ম্যাচই জিততে চাইবে। আমরাও চাইব নেপালে ম্যাচগুলো জিততে। তবে নেপালে জেতাটাই মূল লক্ষ্য নয়। নেপালে হেরে যদি কাতারে একটি ম্যাচে জয় আসে সেটা হবে অনেক গুরুত্বপূর্ণ।’
জেমির সহকারী আরও বলেন, ‘কিছু সময় জয়-পরাজয়ের চেয়ে ভবিষ্যতে বা সামনের দিকে তাকাতে হয়। ভাবনাটাও বড় করতে হয়। আমরা সেই কাজটি করছি।’ সহকারীর সঙ্গে একমত পোষণ করে জেমি বলেন, ‘আমরাও চাই জিততে। জেতাটাই এই টুর্নামেন্টে মূল নয় আমার কাছে। ২৫ জন খেলোয়াড়কেই আমি দেখতে চাই। ম্যাচগুলো জিততে পারলে সেটা আমার কাছে হবে বোনাস।’
বিজ্ঞাপন
জেমি নেপালের ট্রফি জয়ের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টকে অনেক এগিয়ে রাখছেন, ‘নভেম্বরে আমরা ট্র্রফি জিতেছি একটা (নেপালের বিরুদ্ধেই দুই ম্যাচের হোম সিরিজ)। সেটা হয়তো অনেকে ভুলে গেছেন। অ্যাওয়ে টুর্নামেন্টেও যদি ট্রফি জিতি হয়তো এক জায়গায় রেখে দিতে হবে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে একটি ম্যাচ জিততে পারলে সেটা অনেক গুরুত্বপূর্ণ ও সবাই মনে রাখবে।’
এজেড/এটি/এমএইচ