মার্চের শেষ সপ্তাহে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য এরই মধ্যে কোচিং স্টাফ চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একজন গোলরক্ষক কোচ, সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিয়েছে বাফুফে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, এই তিন জনের মেয়াদ এই ত্রিদেশীয় সিরিজের জন্যই। 

জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ ছিলেন সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। তিনি শেখ জামালে চলে যাওয়ায় বাফুফে কোচ খুঁজছিল। আসছে তিন জাতি টুর্নামেন্টে জিকো-শহীদুলদের কোচ হিসেবে থাকবেন মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো। জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মতো তিনিও স্প্যানিশ। 

বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, আনিদো সবশেষ কাজ করেছেন স্পেনের দল সি.পি এলেরতানাভিয়াতে। এছাড়া হ্যাভিয়ের ক্যাবরেরার সহকারী হিসেবে দাভিদ গোমেস এবং ফিজিও যোগেশ্বর সেন্থিল কুমার কাজ করবেন। বার্সেলোনার যুক্তরাষ্ট্রের একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা থাকা গোমেস স্পেনের সি. দি বেলুসোতে ছিলেন।

মার্চের শেষ সপ্তাহে সিলেটে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে। বাংলাদেশের দুই প্রতিপক্ষ ব্রুনাই ও সিশেলস। এই উপলক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় দল ঘোষণা হতে পারে। 

এজেড/এফআই