লিভারপুলের জয়ের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত
লিভারপুলের জয়রথটা আরেকটু দীর্ঘ হলো। লিডস, নটিংহাম ফরেস্টের পর বুধবার রাতে ওয়েস্ট হামকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
এ জয়ে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এলো লিভারপুল। আগামী মৌসুমে ইউরোপা লিগ তো বটেই, এখন চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও করতে পারে তারা।
বিজ্ঞাপন
লন্ডন স্টেডিয়ামে প্রথমার্ধের দুটি গোলই ছিল দেখার মতো। মাইকেল আন্তোনিওর পাস থেকে লুকাস পাকেতার যে গোলটা ১২ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেয়, সেটা তো বটেই, ১৮ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে কোডি গাকপো যে গোলে সমতা ফেরান, সেটাও।
১-১ সমতায় শেষ হওয়া প্রথমার্ধের পর লিভারপুল এগিয়ে যায় ম্যাচের ৬৭ মিনিটে জোয়েল মাতিপের গোলে। অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে আসা বলে তার বুলেটগতির হেড ফেরানোর সাধ্য ছিল না ওয়েস্ট হাম গোলরক্ষক লুকাজ ফ্যাবিয়ানস্কির।
বিজ্ঞাপন
এইচজেএস