এগিয়ে আসল সাফের ড্র
দুই দফা পরিবর্তনের পর চূড়ান্ত হলো দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশীপের ড্র। ১২ মে ছিল ড্রয়ের প্রথম সূচি। অষ্টম দল না পাওয়ায় সেই ড্র পিছিয়ে ২১ মে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। গত সোমবার অষ্টম দল নিশ্চিত হওয়ার পর টুর্নামেন্টের ড্র এগিয়ে ১৭ মে চূড়ান্ত হয়েছে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ১৭ মে দিল্লিতে টুর্নামেন্টের ড্রয়ের ব্যাপারটি নিশ্চিত করেছে। ড্রয়ের ভেন্যুস্থলের (হোটেল) নাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানালে আমরা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেব।’
বিজ্ঞাপন
এর আগে টুর্নামেন্টের ড্রয়ের পরিকল্পনা ছিল বেঙ্গালুরুতে করার। সেটা বদলে এখন দিল্লিতেই অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় ড্র অনুষ্ঠান শুরু হবে। সাফের পক্ষ থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে লাইভ স্ট্রিমিং করার অনুরোধ করেছে।
ড্রয়ের পরপরই টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশিত হবে। ফিকশ্চারের ফরম্যাটও ঠিক করে রেখেছে সাফ সচিবালয়। ব্যাঙ্গালুরু স্টেডিয়ামে প্রতিদিন দু’টো ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন একই গ্রুপের দুই ম্যাচ হবে। ২১ জুন এ গ্রুপের দুই ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। পরের দিন বি গ্রুপের দুই ম্যাচ হবে। গ্রুপের পরবর্তী ম্যাচসমূহ ২৪,২৫ ও ২৭,২৮ জুন । ১ জুলাই একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই।
বিজ্ঞাপন
ভারত স্বাগতিক হিসেবে গ্রুপ এ’র শীর্ষ দল থাকবে। বাকি সাত দেশের মধ্যে লেবাননের র্যাঙ্কিং সর্বোচ্চ হওয়ায় তারা গ্রুপ বি’র শীর্ষ দল। বাকি ছয় দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এভাবে বিন্যস্ত হবে কুয়েত-মালদ্বীপ, নেপাল-ভুটান এবং শেষ পটে বাংলাদেশ-পাকিস্তান।
এজেড/