ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ দু’টি ম্যাচ ছিল। দু’টি ম্যাচই ড্র হয়েছে। কাকতালীয়ভাবে দু’টি ম্যাচের স্কোরলাইনই ১-১ এবং চার জন গোলদাতাই বিদেশি।  

গতকাল চট্টগ্রাম আবাহনী হারায় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি রেলিগেশনের চাপে পড়ে। আজকের ম্যাচে ফর্টিজের বিপক্ষে তারা ড্র করে ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। চট্টগ্রাম আবাহনী এক খেলা কম নিয়ে ১৩ পয়েন্টে এগারোতম অবস্থানে। 

টেবিলের তলানিতে থাকা দল আজমপুর ফুটবল ক্লাব উত্তরাও আজ পয়েন্ট পেয়েছে। ঢাকা আবাহনীকে হারানো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে আজমপুর। ম্যাচের ১৬ মিনিটে রিচার্ডের গোলে লীড নেয় আজমপুর। ৫১ মিনিটে এনামুয়েল মুক্তিযোদ্ধার হয়ে ম্যাচে সমতা আনেন। 

১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা নবম স্থানে। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে আজমপুর টেবিলে সবার নিচে।
 
এজেড/এইচজেএস