ম্যাচ স্বচ্ছ চান কিরগিজস্তান কোচ
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেপালী সাংবাদিকদের ভিড়। কিরগিজস্তানের কোচকে ম্যাচ ড্র নিয়ে নানা প্রশ্ন। দশ জন নিয়ে ড্র করা কিরগিজ কোচ স্বাগতিক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাবলীলভাবে। সংবাদ সম্মেলনের শেষের দিকে একটি বড় প্রশ্ন রেখে যান নূরবেক, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচটি ফেয়ার (স্বচ্ছ) হোক সেটাই আমার প্রত্যাশা।’
কিরগিজস্তানের সংগ্রহ দুই ম্যাচে এক পয়েন্ট। স্বাগতিক নেপাল এক ম্যাচে এক পয়েন্ট। পরের ম্যাচে নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ ও নেপাল ম্যাচটি ড্র হলে আর সম্ভাবনা থাকবে না কিরগিজদের। আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অনেক সময় সমঝোতার ভিত্তিতে ফলাফল হয় তৃতীয় দলকে রুখে দেওয়ার জন্য সেই ইঙ্গিতই দিয়েছেন কিরগিজ কোচ।
ম্যাচ সমঝোতার সংশয় করলেও বাংলাদেশের পক্ষেই বাজি ধরেছেন কিরগিজ কোচ, ‘বাংলাদেশ ভালো দল। আশা করি তারা নেপালকে হারাতে পারবে।’ কিরগিজদের ফাইনালে খেলতে হলে বাংলাদেশের ওপরই ভরসা করতে হবে, ‘আমাদের হাতে এখন কিছু নেই। বাংলাদেশ-নেপাল ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।’
বিজ্ঞাপন
কিরগিজস্তান অলিম্পিক দল হলেও বাংলাদেশ এবং নেপাল জাতীয় দলের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। বাংলাদেশের কাছে হেরেছে আত্মঘাতী গোলে আর আজ নেপালকে দশ জন নিয়ে রুখে দিয়েছে। দুই ম্যাচ শেষে নিজ দলের ফুটবলারদের নিয়ে প্রশংসাই করলেন কিরগিজ কোচ, ‘নতুন খেলোয়াড় অধিকাংশ। এরপরও তারা দুর্দান্ত খেলেছে। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স ভালো হয়েছে।’
এজেড/এমএইচ
বিজ্ঞাপন