লাল কার্ড হতে পারে ত্রাণকর্তা
কিরগিজদের এক লাল কার্ড নেপালকে নিয়ে যেতে পারে টুর্নামেন্টের ফাইনালে। এমন জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে নেপাল যদি বাংলাদেশের বিপক্ষে ০-১ গোলে হারে। তখন কিরগিজদের সাথে নেপালদের পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান সবই সমান হবে।
ওই সময় হিসেব করা হবে কার্ড। যে দল কম কার্ড পেয়েছে তাদের পয়েন্ট কম হবে। সেই কম পয়েন্ট ধারী দল ফাইনাল খেলবে। কিরগিজরা আজ (বৃহস্পতিবার) লাল কার্ড দেখায় নেপাল কিছুটা স্বস্তিতে রয়েছে। ১-০ গোলের ব্যবধানে হারলেও ফাইনাল খেলার সুযোগ থাকছে।
বিজ্ঞাপন
তবে বাল গোপাল মহারজনের শিষ্যরা যদি আবার ১-২ বা ৩-২ গোলে হারে তখন আবার কার্ড বিবেচনায় আসবে না। কিরগিজদের চেয়ে বেশি গোল দেয়ায় এমনিতেই ফাইনালে চলে যাবে নেপাল। তবে আবার দুই গোলের ব্যবধানে হারলে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে নেপাল বাদ পড়ে যাবে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন জটিল হিসাব নিয়ে নেপালের কোচ বাল গোপাল মহারজনকে প্রশ্ন হয়েছিল। তিনি সকল প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘বাংলাদেশকে হারিয়েই আমরা ফাইনাল খেলব। আজকের ড্র নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আমরা ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
অলিম্পিক দল এরপর আবার দশ জন ছিল শেষ ৩০ মিনিট। পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় তেমন হতাশ নন নেপালের সাবেক জাতীয় এই ফুটবলার, ‘কিরগিজস্তান এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। সেটা মাঠে তারা প্রমাণ করেছে। তাদের র্যাঙ্কিং, ফুটবল মান আমাদের চেয়ে অনেক ভালো। বাংলাদেশ ও আমরা একই মানের।’
বিজ্ঞাপন
এজেড/এমএইচ