সালাউদ্দিনের বাজি ২-০
টুর্নামেন্টের তিন দলের মধ্যে একমাত্র বাংলাদেশই নির্ভার। এক ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে ফাইনাল। ফাইনাল নিশ্চিত হলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগামীকালের ম্যাচে নেপালকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন, ‘কোচের তো অবশ্যই পরিকল্পনা আছে। আমার ব্যক্তিগত মত আমি কালকের স্কোরলাইন ২-০ প্রত্যাশা করি। ফাইনালের আগে ড্র বা হারের চেয়ে জিতে খেলতে গেলে মানসিকভাবে এগিয়ে থাকবে।’
বাংলাদেশের ফুটবলে ফরোয়ার্ড সংকট প্রকট। কাজী সালাউদ্দিনের চোখেও ধরা পড়েছে এটি, ‘প্রথম ম্যাচে আমরা জিতলেও ফিনিশিংয়ে সমস্যা ছিল।’ একটি অ্যাকশনের কথা উল্লেখ করে তিনি বলেন , ‘আমাদের একজন নতুন স্টাইকার গোলের সুযোগ পেয়েছিল। সেটা গোল হলে দল ২-০ গোলের লিড নিয়ে স্বস্তিতে থাকতো পাশাপাশি সে নিজেকেও তুলে ধরতে পারতো।’ ফিনিশিং সমস্যা থাকার পরেও দ্বিতীয় ম্যাচে ২ গোলে জয় পাবার প্রত্যাশা করার কারণ সম্পর্কে বলেন, ‘আধুনিক ফুটবলে যে কেউ গোল করতে পারে। ফরোয়ার্ড বা স্ট্রাইকারকেই করতে হবে এমন নয়।’
বিজ্ঞাপন
নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে সম্প্রতি বাংলাদেশি হয়েছেন। এলিটা বাংলাদেশ জাতীয় দলের সমস্যা সমাধানে সহায়ক হবেন কি না এই প্রসঙ্গে সাবেক স্ট্রাইকার সালাউদ্দিন বলেন, ‘ফুটবল বিশ্বে এটা খুব সাধারণ ঘটনা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সই এর বড় উদাহরণ। আমাদের এখানে সেই রকম মেধাবী থাকলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে।’
কাঠমান্ডুর হোটেল হায়াত রিজেন্সিতে সাংবাদিকদের সঙ্গে সালাউদ্দিনের অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে আরও ছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অনেকে।
বিজ্ঞাপন
এজেড/এটি